ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

লালনভক্ত আ.লীগ-বিএনপির ১০২ কর্মী ও সমর্থকের জামায়াতে যোগদান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৫১৩ বার পড়া হয়েছে

 

চুয়াডাঙ্গায় বিএনপি ও আওয়ামী লীগ–ঘরানার লালনভক্ত ১০২ জন কর্মী-সমর্থক আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার বিকেলে দর্শনা থানার তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের একটি মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির রুহুল আমিন ফুল দিয়ে তাদের বরণ করে নেন। যোগদানকারীরা জানান, জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়েই তারা দলে এসেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, “আমাদের রাজনীতি যেনতেনো নয়; আমাদের একটি সুস্পষ্ট ভিশন আছে। আল্লাহর বিধান প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। সকল ক্ষমতার উৎস আল্লাহ—এই সত্যকে ধারণ করেই আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। টাকা ইনকামের জন্য নয়, মানবতার কল্যাণের জন্য রাজনীতি করি।” তিনি আরও বলেন, জামায়াতের কর্মীরা চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক থেকে মুক্ত থেকে সত্যের পথে কাজ করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—চুয়াডাঙ্গা জেলা ইউনিট সদস্য আব্দুর রউফ, দর্শনা থানা আমির রেজাউল করিম মাস্টার এবং জেলা ছাত্রশিবির সভাপতি সাগর হোসেন। উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ও স্থানীয় বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরাও।

তিতুদহ ইউনিয়ন জামায়াতের আমির রাফিজ উদ্দিন মাস্টার জানান, লালনভক্তরা দীর্ঘদিন লালনের কৃষ্টি ও সংস্কৃতির মাধ্যমে আধ্যাত্মিক পথ খুঁজলেও কোনো সমাধান না পেয়ে ইসলামের সঠিক দিকনির্দেশনায় অনুপ্রাণিত হয়ে জামায়াতে যোগ দিয়েছেন। তিনি বলেন, “আজ ১০২ জন যোগ দিয়েছেন, তাদের পাশে আমরা সবসময় থাকবো।”


জনপ্রিয় সংবাদ

উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করছেন আজ

লালনভক্ত আ.লীগ-বিএনপির ১০২ কর্মী ও সমর্থকের জামায়াতে যোগদান

আপডেট সময় ০৯:২৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

 

চুয়াডাঙ্গায় বিএনপি ও আওয়ামী লীগ–ঘরানার লালনভক্ত ১০২ জন কর্মী-সমর্থক আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার বিকেলে দর্শনা থানার তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের একটি মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির রুহুল আমিন ফুল দিয়ে তাদের বরণ করে নেন। যোগদানকারীরা জানান, জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়েই তারা দলে এসেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, “আমাদের রাজনীতি যেনতেনো নয়; আমাদের একটি সুস্পষ্ট ভিশন আছে। আল্লাহর বিধান প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। সকল ক্ষমতার উৎস আল্লাহ—এই সত্যকে ধারণ করেই আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। টাকা ইনকামের জন্য নয়, মানবতার কল্যাণের জন্য রাজনীতি করি।” তিনি আরও বলেন, জামায়াতের কর্মীরা চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক থেকে মুক্ত থেকে সত্যের পথে কাজ করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—চুয়াডাঙ্গা জেলা ইউনিট সদস্য আব্দুর রউফ, দর্শনা থানা আমির রেজাউল করিম মাস্টার এবং জেলা ছাত্রশিবির সভাপতি সাগর হোসেন। উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ও স্থানীয় বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরাও।

তিতুদহ ইউনিয়ন জামায়াতের আমির রাফিজ উদ্দিন মাস্টার জানান, লালনভক্তরা দীর্ঘদিন লালনের কৃষ্টি ও সংস্কৃতির মাধ্যমে আধ্যাত্মিক পথ খুঁজলেও কোনো সমাধান না পেয়ে ইসলামের সঠিক দিকনির্দেশনায় অনুপ্রাণিত হয়ে জামায়াতে যোগ দিয়েছেন। তিনি বলেন, “আজ ১০২ জন যোগ দিয়েছেন, তাদের পাশে আমরা সবসময় থাকবো।”