ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়া অসুস্থতায় আমি অত্যন্ত উদ্বিগ্ন, প্রার্থনা করি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন: শেখ হাসিনা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:২৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৫১৯ বার পড়া হয়েছে

 

ভারতের দিল্লিতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, বিশেষ ইমেইল সাক্ষাৎকারে তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।

খালেদা জিয়ার স্বাস্থ্য ও হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন। আমি প্রার্থনা করি তিনি সুস্থ হয়ে উঠতে পারেন।”

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌যন্ত্র, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তিনি সিসিইউতে ভর্তি হন। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি এবং মেডিকেল বোর্ডের পরামর্শে তা এখনো সম্ভব হয়নি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নির্ভর করছে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি, উড়োজাহাজে ভ্রমণের সক্ষমতা এবং চিকিৎসক দলের সুপারিশের ওপর।

উল্লেখ্য, আওয়ামী লীগের শাসনামলে ২০১৮ সালে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে দুই বছর পর সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল।

সূত্র: আইএএনএস


 

জনপ্রিয় সংবাদ

১২৫ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

খালেদা জিয়া অসুস্থতায় আমি অত্যন্ত উদ্বিগ্ন, প্রার্থনা করি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন: শেখ হাসিনা

আপডেট সময় ১১:২৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

 

ভারতের দিল্লিতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, বিশেষ ইমেইল সাক্ষাৎকারে তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।

খালেদা জিয়ার স্বাস্থ্য ও হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন। আমি প্রার্থনা করি তিনি সুস্থ হয়ে উঠতে পারেন।”

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌যন্ত্র, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তিনি সিসিইউতে ভর্তি হন। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি এবং মেডিকেল বোর্ডের পরামর্শে তা এখনো সম্ভব হয়নি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নির্ভর করছে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি, উড়োজাহাজে ভ্রমণের সক্ষমতা এবং চিকিৎসক দলের সুপারিশের ওপর।

উল্লেখ্য, আওয়ামী লীগের শাসনামলে ২০১৮ সালে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে দুই বছর পর সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল।

সূত্র: আইএএনএস