ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন’: দুলু

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৫১৯ বার পড়া হয়েছে

 

বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বিএনপি মুক্তিযুদ্ধের দল। আমরা এই আদর্শকে ধারণ করি, লালন করি। মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’

বুধবার (১০ ডিসেম্বর) সকালে শহরের আলাইপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, ‘ইতিহাস বলে, স্বাধীনতা যুদ্ধ শুরু হলে সে দেশের বিদ্যমান রাজনৈতিক নেতৃত্বই স্বাধীনতার ঘোষণা দেন। কিন্তু বাংলাদেশের মানুষ সেই নেতৃত্বশূন্যতার অভিজ্ঞতা পেয়েছিল। তখনও কেউ ঘোষণা না দেওয়ায় জিয়াউর রহমান উপলব্ধি করেন—এই ঘোষণা ছাড়া জাতিকে ঐক্যবদ্ধ করা যাবে না। তাই তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং মানুষকে মুক্তিযুদ্ধের বিজয়ের স্বপ্ন দেখান।’

তিনি আরও বলেন, ‘শুধু ঘোষণা নয়, রণাঙ্গনে নেতৃত্ব দিয়ে তিনি স্বাধীনতাযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সে কারণেই কোটি মানুষের আবেগের নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’

মুক্তিযোদ্ধা কমান্ডের নাটোর জেলা শাখার সভাপতি আতিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইঞ্জিনিয়ার ফরিদ হোসেন, হাবিবুল ইসলাম আকন্দ হেলাল, আবুল কালাম আজাদ, সেকেন্দার আলী রোজ, জমশেদ আলী, গোলাম রসুল, নঈমউদ্দিন, জেলা বিএনপি আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।


 

জনপ্রিয় সংবাদ

বারংবার দু র্নী তি তে চ্যাম্পিয়ন করা কোনো দলকে আর সুযোগ দেয়া যাবে না: চরমোনাই পীর

জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন’: দুলু

আপডেট সময় ০৫:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

 

বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বিএনপি মুক্তিযুদ্ধের দল। আমরা এই আদর্শকে ধারণ করি, লালন করি। মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’

বুধবার (১০ ডিসেম্বর) সকালে শহরের আলাইপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, ‘ইতিহাস বলে, স্বাধীনতা যুদ্ধ শুরু হলে সে দেশের বিদ্যমান রাজনৈতিক নেতৃত্বই স্বাধীনতার ঘোষণা দেন। কিন্তু বাংলাদেশের মানুষ সেই নেতৃত্বশূন্যতার অভিজ্ঞতা পেয়েছিল। তখনও কেউ ঘোষণা না দেওয়ায় জিয়াউর রহমান উপলব্ধি করেন—এই ঘোষণা ছাড়া জাতিকে ঐক্যবদ্ধ করা যাবে না। তাই তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং মানুষকে মুক্তিযুদ্ধের বিজয়ের স্বপ্ন দেখান।’

তিনি আরও বলেন, ‘শুধু ঘোষণা নয়, রণাঙ্গনে নেতৃত্ব দিয়ে তিনি স্বাধীনতাযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সে কারণেই কোটি মানুষের আবেগের নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’

মুক্তিযোদ্ধা কমান্ডের নাটোর জেলা শাখার সভাপতি আতিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইঞ্জিনিয়ার ফরিদ হোসেন, হাবিবুল ইসলাম আকন্দ হেলাল, আবুল কালাম আজাদ, সেকেন্দার আলী রোজ, জমশেদ আলী, গোলাম রসুল, নঈমউদ্দিন, জেলা বিএনপি আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।