ঢাকা ১০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক এমপি এবাদুল করিমের দাফন সম্পন্ন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ এবাদুল করিম বুলবুল (৬৯) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর নামাজের পর গুলশান সোসাইটি মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

 

জানাজায় নবীনগর উপজেলা থেকে আসা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, বীকন ও ওরিয়ন গ্রুপের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

এর আগে দুপুরে এবাদুল করিম বুলবুলের লাশ হাসপাতাল থেকে বড় ভাই ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিমের বাসভবন বনানীতে (হাউস ১২/জে, রোড ১৮) নিয়ে যাওয়া হয়। এ সময় মোহাম্মদ এবাদুল করিম বুলবুলকে শেষবারের মতো দেখতে মানুষের ঢল নামে।

 

এবাদুল করিম বুলবুল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯ টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, এক স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন রেখে গেছেন।

 

১৯৫৬ সালের ২৭ ডিসেম্বর নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামে এবাদুল করিম বুলবুল জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৌলভী ফজলুল করিম। মোহাম্মদ এবাদুল করিম বুলবুল ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে ব্রাহ্মণবাড়িয়া- ৫ আসন (নবীনগর) থেকে নির্বাচিত হয়েছিলেন।

জনপ্রিয় সংবাদ

হাসিনা, কামাল ও হাদির ওপর হা ম লা কা রী দে র ফিরিয়ে না দিলে ভারতীয় প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্র তি রো ধ হবে

সাবেক এমপি এবাদুল করিমের দাফন সম্পন্ন

আপডেট সময় ১১:০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ এবাদুল করিম বুলবুল (৬৯) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর নামাজের পর গুলশান সোসাইটি মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

 

জানাজায় নবীনগর উপজেলা থেকে আসা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, বীকন ও ওরিয়ন গ্রুপের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

এর আগে দুপুরে এবাদুল করিম বুলবুলের লাশ হাসপাতাল থেকে বড় ভাই ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিমের বাসভবন বনানীতে (হাউস ১২/জে, রোড ১৮) নিয়ে যাওয়া হয়। এ সময় মোহাম্মদ এবাদুল করিম বুলবুলকে শেষবারের মতো দেখতে মানুষের ঢল নামে।

 

এবাদুল করিম বুলবুল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯ টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, এক স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন রেখে গেছেন।

 

১৯৫৬ সালের ২৭ ডিসেম্বর নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামে এবাদুল করিম বুলবুল জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৌলভী ফজলুল করিম। মোহাম্মদ এবাদুল করিম বুলবুল ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে ব্রাহ্মণবাড়িয়া- ৫ আসন (নবীনগর) থেকে নির্বাচিত হয়েছিলেন।