ঢাকা ১১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সব ষড়যন্ত্র ব্যর্থ করে সময়মতো নির্বাচন হবে: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৫১২ বার পড়া হয়েছে

 

সব ধরনের ষড়যন্ত্র ব্যর্থ করে যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের মানুষ সকল চক্রান্ত মোকাবিলা করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে।

রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে—তিনি অসুস্থ থাকায় উপস্থিত থাকতে পারেননি—এবং বিএনপির সকল নেতাকর্মীর পক্ষ থেকে আজ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। শহীদ বুদ্ধিজীবীরা যে আদর্শ দেখিয়ে গেছেন, সেই পথ অনুসরণ করে আমরা সকল ষড়যন্ত্র ব্যর্থ করে একটি নতুন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

এ সময় বিএনপির পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল ও কৃষকদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

জনপ্রিয় সংবাদ

ভারত আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে দায় চাপিয়েছে জামায়াতের ওপর: গোলাম পরওয়ার

সব ষড়যন্ত্র ব্যর্থ করে সময়মতো নির্বাচন হবে: মির্জা ফখরুল

আপডেট সময় ১০:৪৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

 

সব ধরনের ষড়যন্ত্র ব্যর্থ করে যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের মানুষ সকল চক্রান্ত মোকাবিলা করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে।

রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে—তিনি অসুস্থ থাকায় উপস্থিত থাকতে পারেননি—এবং বিএনপির সকল নেতাকর্মীর পক্ষ থেকে আজ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। শহীদ বুদ্ধিজীবীরা যে আদর্শ দেখিয়ে গেছেন, সেই পথ অনুসরণ করে আমরা সকল ষড়যন্ত্র ব্যর্থ করে একটি নতুন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

এ সময় বিএনপির পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল ও কৃষকদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।