বিজয়ের প্রাক্কালে একাত্তরের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার রহস্য উদঘাটনে স্বাধীন তদন্ত কমিশন গঠনের প্রস্তাব করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আলোচনা সভা থেকে তিনি এ প্রস্তাব করেছেন।
গোলাম পরওয়ার দাবি করেন, দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রে ভারতীয়রা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল, জাতিকে মেধাশূণ্য করতে। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও বুদ্ধিজীবী হত্যার রহস্য রহস্যাবৃতই রয়ে গেছে। স্বাধীনতার পর কোনো সরকারই এ হত্যাকাণ্ডের বিচারে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি, বরং রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সব দোষ জামায়াতের ঘাড়ে চাপিয়েছে। এ নির্মম হত্যাকাণ্ডে ভারত এবং তাদের এদেশীয় এজেন্ট জড়িত ছিল। যাদেরকে হত্যা করা হয়েছিল, তাঁরা স্বাধীনতার স্বপক্ষে হলেও ভারত বিরোধী ছিল।
আসন্ন নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তার হুমকির বিষয়ে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেছেন, শরিফ ওসমান হাদীকে বারবার প্রাণনাশের হুমকি দেওয়া হলেও সরকার তাঁর নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। নেতাদের নিরাপত্তা নিশ্চিত না হলে, নির্বাচন ঝুঁকিতে পড়বে।
ভারতের বিষয়ে গোলাম পরওয়ার বলেন, সমতা ও নায্যতার ভিত্তিতে সম্পর্ক চাই, প্রভু-ভৃতের সম্পর্ক চাই না।
জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হালিম বলেন, বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের নিয়ে রাজনৈতিক বিভাজন নয়, সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে চাই।
মহানগর উত্তরের মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় সভায় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলনসহ কেন্দ্রীয় ও দুই মহানগরের নেতারা বক্তৃতা করেন।
























