ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশ্যে রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:১৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৩ বার পড়া হয়েছে

রাজধানীর দক্ষিণখানে প্রকাশ্যে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণখানের নদ্দাপাড়ার তালতলা মোড়ে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহত যুবলীগ নেতার নাম শাহজাহান শেখ (৪৫)। তিনি দক্ষিণখানের আশকোনা ডিলার বাড়ির হাকিম উদ্দিনের ছেলে। শাহজাহান শেখ বিমানবন্দর থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। পাশাপাশি তিনি আশকোনা কমিউনিটি পুলিশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন এবং ডিশ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী মাহফুজুর রহমান মিয়াদ জানান, শাহজাহান একটি গলি থেকে দৌড়ে তালতলা মোড়ের দিকে আসছিলেন। এ সময় পেছন থেকে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে ধাওয়া করে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলায় তাঁর মাথা দুই খণ্ড হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

মাহফুজুর রহমান আরও জানান, হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা ঘটনাস্থলে একটি চাপাতি ও একটি ক্যাপ (টুপি) ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা বলেন, কিছু বুঝে ওঠার আগেই প্রকাশ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার পরপরই দক্ষিণখান থানা পুলিশ, র‍্যাব, ডিবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেন।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে শাহজাহান শেখকে মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। মৃত্যু নিশ্চিত করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি আরও বলেন, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অজ্ঞাতনামা হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

জনপ্রিয় সংবাদ

হাদি ইস্যুতে সর্বদলীয় প্রতিরোধ সভায় বিএনপি ছিল না কেনো

প্রকাশ্যে রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৬:১৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

রাজধানীর দক্ষিণখানে প্রকাশ্যে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণখানের নদ্দাপাড়ার তালতলা মোড়ে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহত যুবলীগ নেতার নাম শাহজাহান শেখ (৪৫)। তিনি দক্ষিণখানের আশকোনা ডিলার বাড়ির হাকিম উদ্দিনের ছেলে। শাহজাহান শেখ বিমানবন্দর থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। পাশাপাশি তিনি আশকোনা কমিউনিটি পুলিশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন এবং ডিশ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী মাহফুজুর রহমান মিয়াদ জানান, শাহজাহান একটি গলি থেকে দৌড়ে তালতলা মোড়ের দিকে আসছিলেন। এ সময় পেছন থেকে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে ধাওয়া করে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলায় তাঁর মাথা দুই খণ্ড হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

মাহফুজুর রহমান আরও জানান, হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা ঘটনাস্থলে একটি চাপাতি ও একটি ক্যাপ (টুপি) ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা বলেন, কিছু বুঝে ওঠার আগেই প্রকাশ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার পরপরই দক্ষিণখান থানা পুলিশ, র‍্যাব, ডিবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেন।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে শাহজাহান শেখকে মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। মৃত্যু নিশ্চিত করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি আরও বলেন, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অজ্ঞাতনামা হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।