ঢাকা ১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাদিকে গুলি করা অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাব

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৫১৫ বার পড়া হয়েছে

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত অস্ত্রের একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) র‍্যাবের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

র‍্যাব সূত্র জানায়, ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সালের বোনের বাসার পাশের একটি স্থান থেকে ম্যাগাজিনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া দুই সন্দেহভাজন ফয়সাল ও আলমগীর ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। সূত্রের তথ্যমতে, তারা শুক্রবার (১২ ডিসেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেলযোগে সীমান্ত অতিক্রম করে।

ঘটনার পরপরই তারা রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি প্রাইভেট কারে আশুলিয়া হয়ে গাজীপুর অতিক্রম করে ময়মনসিংহে পৌঁছায়। সেখানে গাড়ি পরিবর্তন করে আরেকটি প্রাইভেট কারে ধারাবাজার পেট্রোল পাম্পে যায়। পরে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় মোটরসাইকেলে করে তাদের ভুটিয়াপাড়া সীমান্তে নেওয়া হয় এবং সেখান থেকে ভারতে পাচার করা হয়। সীমান্তের ওপারে আরেক ব্যক্তি তাদের রিসিভ করে বলে সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার আশঙ্কাজনক হওয়ায় তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্তর্বর্তী সরকার তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করছে।

জনপ্রিয় সংবাদ

সেই মোটরসাইকেলের মালিকানা নিয়ে নতুন তথ্য দিলেন কবির

হাদিকে গুলি করা অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাব

আপডেট সময় ১০:২০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত অস্ত্রের একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) র‍্যাবের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

র‍্যাব সূত্র জানায়, ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সালের বোনের বাসার পাশের একটি স্থান থেকে ম্যাগাজিনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া দুই সন্দেহভাজন ফয়সাল ও আলমগীর ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। সূত্রের তথ্যমতে, তারা শুক্রবার (১২ ডিসেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেলযোগে সীমান্ত অতিক্রম করে।

ঘটনার পরপরই তারা রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি প্রাইভেট কারে আশুলিয়া হয়ে গাজীপুর অতিক্রম করে ময়মনসিংহে পৌঁছায়। সেখানে গাড়ি পরিবর্তন করে আরেকটি প্রাইভেট কারে ধারাবাজার পেট্রোল পাম্পে যায়। পরে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় মোটরসাইকেলে করে তাদের ভুটিয়াপাড়া সীমান্তে নেওয়া হয় এবং সেখান থেকে ভারতে পাচার করা হয়। সীমান্তের ওপারে আরেক ব্যক্তি তাদের রিসিভ করে বলে সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার আশঙ্কাজনক হওয়ায় তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্তর্বর্তী সরকার তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করছে।