ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লাঙল দিয়ে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, পালিয়ে গেলেন নেতাকর্মীরা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৫১০ বার পড়া হয়েছে

 

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে নওগাঁয় জাতীয় পার্টির একটি মিটিং পণ্ড করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের উপকিলপাড়ায় জাতীয় পার্টি নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের অফিসে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, দুপুর ১টার দিকে মিটিংয়ের উদ্দেশ্যে জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের বাসা ও অফিসে জড়ো হন। মিটিংয়ের খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে স্লোগান দিতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাতীয় পার্টির নেতাকর্মীরা সেখান থেকে পালিয়ে যান।

এরপর শিক্ষার্থীরা অফিস কক্ষে ঢুকে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ছবি, দলীয় প্রতীক লাঙ্গলসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করেন। একপর্যায়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর নেতা ফজলে রাব্বি, আরমান হোসেন, সাদনান সাকিব, রাফিউল বারি রাজন, রাফি রেজোয়ান, মেহেদী হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর নেতা ফজলে রাব্বি বলেন, ‘নওগাঁকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে তারা গোপনে মিটিং করছিল। সে খবর পেয়ে ছাত্র-জনতা সেখানে গিয়ে বাধা দেয়। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি গত ১৭ বছর ধরে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সর্বোচ্চ সহযোগিতা করেছে এবং সব নির্বাচনে বৈধতা দিয়েছে। ৫ আগস্টের পর থেকে তারা দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশে তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া হবে না।’

জনপ্রিয় সংবাদ

প্রস্তুত তারেক রহমানের বাসভবন ও অফিস

লাঙল দিয়ে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, পালিয়ে গেলেন নেতাকর্মীরা

আপডেট সময় ০৫:০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

 

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে নওগাঁয় জাতীয় পার্টির একটি মিটিং পণ্ড করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের উপকিলপাড়ায় জাতীয় পার্টি নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের অফিসে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, দুপুর ১টার দিকে মিটিংয়ের উদ্দেশ্যে জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের বাসা ও অফিসে জড়ো হন। মিটিংয়ের খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে স্লোগান দিতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাতীয় পার্টির নেতাকর্মীরা সেখান থেকে পালিয়ে যান।

এরপর শিক্ষার্থীরা অফিস কক্ষে ঢুকে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ছবি, দলীয় প্রতীক লাঙ্গলসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করেন। একপর্যায়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর নেতা ফজলে রাব্বি, আরমান হোসেন, সাদনান সাকিব, রাফিউল বারি রাজন, রাফি রেজোয়ান, মেহেদী হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর নেতা ফজলে রাব্বি বলেন, ‘নওগাঁকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে তারা গোপনে মিটিং করছিল। সে খবর পেয়ে ছাত্র-জনতা সেখানে গিয়ে বাধা দেয়। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি গত ১৭ বছর ধরে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সর্বোচ্চ সহযোগিতা করেছে এবং সব নির্বাচনে বৈধতা দিয়েছে। ৫ আগস্টের পর থেকে তারা দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশে তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া হবে না।’