ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৫৪ বছরেও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি: ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৫১২ বার পড়া হয়েছে

 

মুক্তিযুদ্ধের ৫৪ বছর পেরিয়ে গেলেও স্বাধীনতাযুদ্ধের মূল আকাঙ্ক্ষা আজও বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরের বিজয় চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে এবি পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফুয়াদ বলেন, স্বাধীনতার পর আমাদের বারবার নতুন নতুন লড়াইয়ে নামতে হচ্ছে। যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই লক্ষ্য অর্জন এখনো অধরাই রয়ে গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, সেটিও বাস্তবায়িত হয়নি বলেই আজ আবার সংগ্রাম করতে হচ্ছে।

তিনি বলেন, এই লড়াইয়ের পথেই বেগম খালেদা জিয়াকে কারাবরণ করতে হয়েছে, শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ হতে হয়েছে এবং তারেক রহমানকে নির্বাসিত জীবন কাটাতে হচ্ছে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের আগে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। কিন্তু বর্তমান নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও তিনি গভীর হতাশা প্রকাশ করেন।

ফুয়াদ অভিযোগ করেন, আগামী নির্বাচনকে ভণ্ডুল করতে ফ্যাসিবাদী শক্তি গভীর ষড়যন্ত্রে লিপ্ত। শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা প্রমাণ করে যে তারেক রহমানসহ বিরোধী রাজনৈতিক নেতারা এখনও গুরুতর হুমকির মুখে রয়েছেন।

অনুষ্ঠানে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন, মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, মহানগর দক্ষিণের সদস্যসচিব বারকাজ নাসির আহমদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালালরা: ড. ইউনূস

৫৪ বছরেও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি: ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

আপডেট সময় ০৮:৫১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

 

মুক্তিযুদ্ধের ৫৪ বছর পেরিয়ে গেলেও স্বাধীনতাযুদ্ধের মূল আকাঙ্ক্ষা আজও বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরের বিজয় চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে এবি পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফুয়াদ বলেন, স্বাধীনতার পর আমাদের বারবার নতুন নতুন লড়াইয়ে নামতে হচ্ছে। যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই লক্ষ্য অর্জন এখনো অধরাই রয়ে গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, সেটিও বাস্তবায়িত হয়নি বলেই আজ আবার সংগ্রাম করতে হচ্ছে।

তিনি বলেন, এই লড়াইয়ের পথেই বেগম খালেদা জিয়াকে কারাবরণ করতে হয়েছে, শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ হতে হয়েছে এবং তারেক রহমানকে নির্বাসিত জীবন কাটাতে হচ্ছে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের আগে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। কিন্তু বর্তমান নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও তিনি গভীর হতাশা প্রকাশ করেন।

ফুয়াদ অভিযোগ করেন, আগামী নির্বাচনকে ভণ্ডুল করতে ফ্যাসিবাদী শক্তি গভীর ষড়যন্ত্রে লিপ্ত। শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা প্রমাণ করে যে তারেক রহমানসহ বিরোধী রাজনৈতিক নেতারা এখনও গুরুতর হুমকির মুখে রয়েছেন।

অনুষ্ঠানে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন, মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, মহানগর দক্ষিণের সদস্যসচিব বারকাজ নাসির আহমদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।