ঢাকা ০১:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় আধিপত্যবাদ উৎখাতের মধ্য দিয়েই চূড়ান্ত স্বাধীনতা অর্জিত হবে: হাসনাত আব্দুল্লাহ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৫১৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের প্রতিটি প্রান্তে এখনও ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ বিদ্যমান। এই আধিপত্যবাদ উৎখাতের মধ্য দিয়েই দেশের চূড়ান্ত স্বাধীনতা অর্জিত হবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির উদ্যোগে আয়োজিত ‘আগ্রাসন বিরোধী’ শীর্ষক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, একাত্তরে পাকিস্তানি বাহিনী লক্ষাধিক মানুষকে হত্যা করেছে এবং মা-বোনদের সম্ভ্রম নষ্ট করেছে। সেই দৃশ্যমান দখলদার শক্তিকে আমরা পরাজিত করতে পেরেছি। কিন্তু আজও ভারতীয় আগ্রাসন একটি অদৃশ্য শক্তি হিসেবে দেশের সর্বত্র বিদ্যমান। চব্বিশ থেকে সেই অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে। এই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের স্বাধীনতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন, যা বাংলাদেশের সার্বভৌমত্বের পরিপন্থী।

জনপ্রিয় সংবাদ

জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালালরা: ড. ইউনূস

ভারতীয় আধিপত্যবাদ উৎখাতের মধ্য দিয়েই চূড়ান্ত স্বাধীনতা অর্জিত হবে: হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ০৯:২০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের প্রতিটি প্রান্তে এখনও ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ বিদ্যমান। এই আধিপত্যবাদ উৎখাতের মধ্য দিয়েই দেশের চূড়ান্ত স্বাধীনতা অর্জিত হবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির উদ্যোগে আয়োজিত ‘আগ্রাসন বিরোধী’ শীর্ষক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, একাত্তরে পাকিস্তানি বাহিনী লক্ষাধিক মানুষকে হত্যা করেছে এবং মা-বোনদের সম্ভ্রম নষ্ট করেছে। সেই দৃশ্যমান দখলদার শক্তিকে আমরা পরাজিত করতে পেরেছি। কিন্তু আজও ভারতীয় আগ্রাসন একটি অদৃশ্য শক্তি হিসেবে দেশের সর্বত্র বিদ্যমান। চব্বিশ থেকে সেই অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে। এই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের স্বাধীনতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন, যা বাংলাদেশের সার্বভৌমত্বের পরিপন্থী।