জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি রামপুরা ব্রিজ থেকে শুরু হয়ে মধ্য বাড্ডা পর্যন্ত অগ্রসর হলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে কর্মসূচিটি সেখানেই স্থগিত করে সমাবেশে রূপ দেওয়া হয়।
মধ্য বাড্ডায় অবস্থান নিয়ে জুলাই ঐক্যের নেতাকর্মীরা বক্তব্য দেন। বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ সব খুনিদের দেশে ফিরিয়ে আনা এবং ভারতীয় আধিপত্যবাদী ষড়যন্ত্র বন্ধ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মধ্য বাড্ডা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।


























