ঢাকা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানকে স্বাগত জানাতে সালাহউদ্দিন–রিজভীর নেতৃত্বে কমিটি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:২৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৫১৮ বার পড়া হয়েছে

 

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দলটির লাখ লাখ নেতাকর্মী দীর্ঘদিন ধরে এই ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় রয়েছেন।

তারেক রহমানের আগমনকে বরণ ও যথাযথভাবে স্বাগত জানাতে বিএনপির উদ্যোগে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে সদস্য সচিব করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এই কমিটির মাধ্যমে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলীয় কর্মসূচি, অভ্যর্থনা আয়োজন এবং জনসম্পৃক্ত কার্যক্রম সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হবে।

বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, তারেক রহমানের এই আগমন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করবে এবং গণতান্ত্রিক আন্দোলনে নতুন আশার আলো জ্বালাবে।

জনপ্রিয় সংবাদ

নির্বাচন নিয়ে ভারতের নসিহত করার প্রয়োজন নেই

তারেক রহমানকে স্বাগত জানাতে সালাহউদ্দিন–রিজভীর নেতৃত্বে কমিটি

আপডেট সময় ০৬:২৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

 

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দলটির লাখ লাখ নেতাকর্মী দীর্ঘদিন ধরে এই ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় রয়েছেন।

তারেক রহমানের আগমনকে বরণ ও যথাযথভাবে স্বাগত জানাতে বিএনপির উদ্যোগে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে সদস্য সচিব করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এই কমিটির মাধ্যমে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলীয় কর্মসূচি, অভ্যর্থনা আয়োজন এবং জনসম্পৃক্ত কার্যক্রম সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হবে।

বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, তারেক রহমানের এই আগমন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করবে এবং গণতান্ত্রিক আন্দোলনে নতুন আশার আলো জ্বালাবে।