ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে বিএনপির সমর্থন পাচ্ছেন গণতন্ত্র মঞ্চের তিন নেতা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৫২৪ বার পড়া হয়েছে

 

বিগত আওয়ামী লীগ সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চের তিন শীর্ষ নেতা ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে যাচ্ছেন। এমন আলোচনা চলছে।

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলগুলোর পৃথক পৃথক বৈঠকের পর নেতাদের সঙ্গে আলাপকালে এ আভাস পাওয়া গেছে।

মঞ্চের প্রভাবশালী একাধিক নেতা জানান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে আনুষ্ঠানিক সমর্থন দেবে বিএনপি। এমন আশা করছেন নেতারা।

 

এর মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর মান্না বগুড়া-২, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা-১২ ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

এ বিষয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, তাকে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। বলেন, ‘তাদের কমান্ড আমাদের দলের শীর্ষ নেতাকে আসন ছাড় দিতে রাজি হয়েছে।’

 

একই কথা জানান বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, ‘বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে আমাদের দল থেকে আমাকে ঢাকা-১২ আসন থেকে মনোনয়ন দেওয়ার কথা জানানো হয়েছে। আমরা তা ইতিবাচক হিসেবে নিয়েছি।’

 

তিনি বলেন, ‘আমাদের মঞ্চের শীর্ষ নেতাদের বিষয় বিএনপি নীতিগত এ সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছে। আমরা আমাদের মঞ্চের বৈঠক করে এ বিষয়ে বিএনপিকে জানাবো।’

অবশ্য এ বিষয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) আসন বণ্টনের বিষয়ে আরেক জোট সঙ্গী ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে করেছে বিএনপি।

জনপ্রিয় সংবাদ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

নির্বাচনে বিএনপির সমর্থন পাচ্ছেন গণতন্ত্র মঞ্চের তিন নেতা

আপডেট সময় ০৯:০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

 

বিগত আওয়ামী লীগ সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চের তিন শীর্ষ নেতা ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে যাচ্ছেন। এমন আলোচনা চলছে।

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলগুলোর পৃথক পৃথক বৈঠকের পর নেতাদের সঙ্গে আলাপকালে এ আভাস পাওয়া গেছে।

মঞ্চের প্রভাবশালী একাধিক নেতা জানান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে আনুষ্ঠানিক সমর্থন দেবে বিএনপি। এমন আশা করছেন নেতারা।

 

এর মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর মান্না বগুড়া-২, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা-১২ ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

এ বিষয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, তাকে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। বলেন, ‘তাদের কমান্ড আমাদের দলের শীর্ষ নেতাকে আসন ছাড় দিতে রাজি হয়েছে।’

 

একই কথা জানান বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, ‘বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে আমাদের দল থেকে আমাকে ঢাকা-১২ আসন থেকে মনোনয়ন দেওয়ার কথা জানানো হয়েছে। আমরা তা ইতিবাচক হিসেবে নিয়েছি।’

 

তিনি বলেন, ‘আমাদের মঞ্চের শীর্ষ নেতাদের বিষয় বিএনপি নীতিগত এ সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছে। আমরা আমাদের মঞ্চের বৈঠক করে এ বিষয়ে বিএনপিকে জানাবো।’

অবশ্য এ বিষয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) আসন বণ্টনের বিষয়ে আরেক জোট সঙ্গী ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে করেছে বিএনপি।