বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের জন্য শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদ ওসমান হাদি গনতন্ত্রের পথে ছিলেন, ভোট ও গনতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করতেন।
শহীদ হাদি, জুলাই শহীদ ও যোদ্ধারা এবং ৭১-এর মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান জানাতে হলে আমাদের একটাই লক্ষ্য থাকতে হবে—দেশের জন্য কাজ করা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। লক্ষ্য একটাই – করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। তিনি রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়ায় জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, আমাদের দেশকে ধ্বংসের কিনারা থেকে ফের গড়ে তুলতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে। সামনের দিনগুলো সহজ নয়, বিভিন্ন স্থানে অরাজকতা দেখা দিচ্ছে, এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। প্রায় বিশকোটি মানুষের জন্য কার্যকর চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর শিক্ষা ব্যবস্থা, শিক্ষকদের প্রশিক্ষণ এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। নারীদের শিক্ষিত ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করা আমাদের অন্যতম দায়িত্ব।
তিনি শহীদ জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার দেশকে ধ্বংসের কিনারা থেকে উদ্ধার ও উন্নয়নের পথে নিয়ে যাওয়ার কর্মসূচির উল্লেখ করে বলেন, তাদের পথ অনুসরণ করে দেশকে এগিয়ে নিতে হবে।
শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, ভিপি সাইফুল ইসলাম, সাবেক এমপি জিএম সিরাজ, কাজী রফিকুল ইসলাম, মোশারফ হোসেন প্রমুখ।




















