শনিবার (২০ ডিসেম্বর) একদিনে বাংলাদেশ রেলওয়ে পরিচালিত বিশেষ অভিযানকালে ১৫৯টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ৬ হাজার ৮১৫ যাত্রীকে শনাক্ত করা হয়েছে। তাদের কাছ থেকে জরিমানাসহ মোট ১৪ লাখ ৩৬ হাজার ১৫৫ টাকা ভাড়া আদায় করা হয়েছে।
পশ্চিমাঞ্চলে পরিচালিত অভিযানে ৮৪ জন টিটিই ৮৩টি ট্রেনে টিকিট পরিদর্শন করেন। এতে টিকিটবিহীন ৪ হাজার ৬০ জন যাত্রী শনাক্ত হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৫১৫ টাকা এবং জরিমানা ২ লাখ ৪৩ হাজার ৯৬৫ টাকা; মিলিয়ে রেলওয়ের আয় হয়েছে ৭ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা। এদিন মোট ১ হাজার ২৭৮টি টিকিট যাচাই করা হয়েছে।
এদিকে পূর্বাঞ্চলে ১০২ জন টিটিই ৭৬টি ট্রেনে অভিযান চালান। এতে টিকিটবিহীন ২ হাজার ৭৫৫ যাত্রী শনাক্ত হয়। ভাড়া আদায় হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৮৮০ টাকা এবং জরিমানা ১ লাখ ৯৩ হাজার ৭৯৫ টাকা; মিলিয়ে রেলওয়ের আয় হয়েছে ৬ লাখ ৩৬ হাজার ৬৭৫ টাকা। এদিন ২ হাজার ৭৩৯টি টিকিট যাচাই করা হয়।
ফলশ্রুতিতে, একদিনে দুই অঞ্চলে মোট ৬ হাজার ৮১৫ টিকিটবিহীন যাত্রীর কাছ থেকে ১৪ লাখ ৩৬ হাজার ১৫৫ টাকা আদায় হয়েছে।



















