বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকায় ফিরছেন। দীর্ঘ ১৭ বছর পর তার দেশে ফেরা উপলক্ষে তাকে ভিভিআইপি ঘোষণা করে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নিরাপত্তা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক নির্ভরযোগ্য সূত্র।
সূত্র জানায়, সম্প্রতি এভারকেয়ার হাসপাতালে ‘সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করে তার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন করেছে সরকার। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মতোই সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকলের আওতায় আনা হয়েছে তাকে। এই প্রেক্ষাপটে তারেক রহমান দেশে ফিরলে তাকেও একই ধরনের নিরাপত্তা দেওয়া হবে কি না—এ প্রশ্ন সামনে আসে।
সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো তারেক রহমানকে ভিভিআইপি ঘোষণার সম্ভাবনা নিয়ে কাজ করছে বলে জানা গেছে। একটি গোয়েন্দা সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার সকালে জানান, তারেক রহমানের আগমন ঘিরে নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে বিভিন্ন ইউনিটকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে। তিনি বলেন, “তারেক রহমানকে ভিভিআইপি প্রটোকল দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে। সে ক্ষেত্রে তার নিরাপত্তায় এসএসএফও নিয়োজিত থাকতে পারে।”
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। ওই ফ্লাইটেই তারেক রহমান, তার পরিবারের সদস্য এবং বিএনপির কয়েকজন শীর্ষ নেতা দেশে ফিরবেন বলে জানা গেছে। নিরাপত্তাজনিত কারণে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ওই ফ্লাইট থেকে দুই কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা হলেন—জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম। তাদের পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিমান সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট কেবিন ক্রুদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তায় সম্ভাব্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় এনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে চলতি বছরের ২ মে খালেদা জিয়ার একটি ফ্লাইটেও একই ধরনের গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ দিয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছিলেন, তার শারীরিক অবস্থা, নিরাপত্তা, যাতায়াত সুবিধা এবং রাষ্ট্রীয় মর্যাদা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ অবস্থায় তারেক রহমানের দেশে ফেরা ঘিরে ভিভিআইপি ঘোষণা ও এসএসএফ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার—এমনটাই ইঙ্গিত দিচ্ছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
তারেক রহমানকে ভিভিআইপি ঘোষণা করে এসএসএফের নিরাপত্তা দেওয়ার উদ্যোগ
-
ডেস্ক রিপোর্টঃ - আপডেট সময় ১১:৩৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- ৫১১ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ



















