ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শাজাহান খানের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পাহারায় যুবদল নেতা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:২৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৫১৫ বার পড়া হয়েছে

মাদারীপুরের জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারীকে কেন্দ্রীয় যুবদল কমিটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। রোববার রাতে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা নোটিশে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাজাহান খানের ভাইদের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে কর্মসূচির ডাক দেওয়ায় উদ্বেগ তৈরি হয়।
শনিবার সকালে ফারুক হোসেন ব্যাপারীর নেতৃত্বে অন্তত ৪০–৫০ জন কর্মী শাজাহান খানের ভাই হাফিজুর রহমান জাচ্চু খানের একটি পেট্রোল পাম্পে অবস্থান নেন। ওই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার জন্ম হয়।
বিএনপির এক নেতা দাবি করেছেন, ফারুক ব্যাপারী শাজাহান খানের পরিবারের ঘনিষ্ঠ ছিলেন এবং আর্থিক বিনিময়ে তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে পাহারার দায়িত্ব নিয়েছিলেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য কে এম তোফাজ্জল হোসেন বলেন, এ ধরনের কর্মকাণ্ড দলীয় ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।
অভিযোগ প্রসঙ্গে ফারুক হোসেন ব্যাপারী বলেন, “নাশকতার আশঙ্কায় পুলিশ ও প্রশাসনের অনুরোধে আমরা মাঠে ছিলাম। কোথাও নির্দিষ্টভাবে কারও ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া হয়নি। বিষয়টি ভুলভাবে কেন্দ্রে উপস্থাপন করা হয়েছে।”

জনপ্রিয় সংবাদ

শাজাহান খানের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পাহারায় যুবদল নেতা

শাজাহান খানের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পাহারায় যুবদল নেতা

আপডেট সময় ০১:২৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

মাদারীপুরের জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারীকে কেন্দ্রীয় যুবদল কমিটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। রোববার রাতে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা নোটিশে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাজাহান খানের ভাইদের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে কর্মসূচির ডাক দেওয়ায় উদ্বেগ তৈরি হয়।
শনিবার সকালে ফারুক হোসেন ব্যাপারীর নেতৃত্বে অন্তত ৪০–৫০ জন কর্মী শাজাহান খানের ভাই হাফিজুর রহমান জাচ্চু খানের একটি পেট্রোল পাম্পে অবস্থান নেন। ওই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার জন্ম হয়।
বিএনপির এক নেতা দাবি করেছেন, ফারুক ব্যাপারী শাজাহান খানের পরিবারের ঘনিষ্ঠ ছিলেন এবং আর্থিক বিনিময়ে তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে পাহারার দায়িত্ব নিয়েছিলেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য কে এম তোফাজ্জল হোসেন বলেন, এ ধরনের কর্মকাণ্ড দলীয় ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।
অভিযোগ প্রসঙ্গে ফারুক হোসেন ব্যাপারী বলেন, “নাশকতার আশঙ্কায় পুলিশ ও প্রশাসনের অনুরোধে আমরা মাঠে ছিলাম। কোথাও নির্দিষ্টভাবে কারও ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া হয়নি। বিষয়টি ভুলভাবে কেন্দ্রে উপস্থাপন করা হয়েছে।”