২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা থেকে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা অভিযোগ করেন, বিজেপি মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে এবং দেশে ‘টোটাল অটোক্র্যাসি’ চলছে। তিনি বলেন, “৪৬ জন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন, যার মধ্যে অর্ধেকের বেশি হিন্দু।” এসআইআর দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হলেও তা তড়িঘড়ি করে করা হচ্ছে বলে অভিযোগ তুলে পুরো প্রক্রিয়াকে ‘ব্লান্ডার’ ও ‘আনপ্ল্যানড’ বলে আখ্যা দেন তিনি।
নির্বাচন কমিশনকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, কমিশন বিজেপির কথায় চলছে এবং এ পর্যন্ত ২২ থেকে ২৪ বার নির্দেশ পরিবর্তন করা হয়েছে। এর ফলে বৈধ ভোটারদের হয়রানির মুখে পড়তে হচ্ছে। মমতার দাবি, বিজেপি দেড় থেকে দুই কোটি ভোটারের নাম বাদ দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “বাংলায় লড়াই করুন। বাংলায় লড়াই করলে দিল্লি কেড়ে নেব। চাইলে আমার গলাও কেটে দিতে পারেন, তবু আমি মানুষের কথাই বলব।”
এসআইআর-এর খসড়া তালিকায় রাজ্যে ৫৮ লাখ ভোটারের নাম বাদ পড়েছে উল্লেখ করে মমতা দলীয় কর্মী, বিধায়ক ও কাউন্সিলরদের নির্দেশ দেন—যেসব ভোটার শুনানির নোটিশ পেয়েছেন বা অসঙ্গতির শিকার হয়েছেন, তাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া ভোটারদের বাস্তব অস্তিত্ব যাচাই করে সঠিক চ্যানেলে অভিযোগ জানানোর ব্যবস্থাও করার নির্দেশ দেন তিনি।























