ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খেলার ছলে টাকা থেকে সব ছবি কেটে ফেললো শিশু, বাবা-মায়ের মাথায় হাত!

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

চীনের শানদং প্রদেশের কিংদাও শহরে এক অদ্ভুত ঘটনায় আলোচনার জন্ম দিয়েছে পাঁচ বছর বয়সী এক শিশু। খেলতে খেলতে সে প্রায় ৫০ হাজার ইউয়ান (বাংলাদেশি টাকায় আনুমানিক ৮.৬ লাখ) মূল্যমানের নগদ নোট কেটে নষ্ট করে ফেলেছে। কাঁচি দিয়ে প্রতিটি নোট থেকে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা মাও জেদংয়ের ছবি আলাদা করে কেটে নেয় শিশুটি।
ইনস্টাগ্রামে ‘চায়না ট্রাভেলস’ নামের একটি পোস্টে বলা হয়, বাড়িতে খেলতে থাকা শিশুটি কাগজগুলোর আর্থিক মূল্য সম্পর্কে কিছুই জানত না। সম্ভবত হাতের কাজ বা শিল্পকর্মের উপকরণ ভেবেই সে নোটগুলো কেটে ফেলে।
বাবা বাড়ি ফিরে দেখেন, একসময় অক্ষত থাকা নোটগুলো আর বৈধ মুদ্রা হিসেবে চেনার উপায় নেই। আধুনিক চীনা ইউয়ানের সব নোটে থাকা মাও জেদংয়ের প্রতিকৃতি খুব যত্ন করে কেটে আলাদা করা হয়েছে, আর বাকি অংশগুলো ছেঁড়া কাগজে পরিণত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই অবস্থায় নোটগুলো পুনরায় জোড়া লাগানো বেশ কঠিন।
জানা গেছে, বাবা ওই টাকা ঘরে লুকিয়ে রেখেছিলেন—সম্ভবত সঞ্চয় বা জরুরি তহবিল হিসেবে। কিন্তু এমন কাণ্ড ঘটবে, তা তিনি কল্পনাও করেননি। মেঝে জুড়ে ছড়িয়ে ছিল মুদ্রার অসংখ্য ছোট ছোট টুকরো। পুনরায় জোড়া লাগানোর প্রাথমিক চেষ্টাতেই নোটের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে পরিচিত ছবিটি, পুরোপুরি নষ্ট হয়ে যায়।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ কেউ শিশুটির বয়স অনুযায়ী এত নিখুঁত কাটাকাটিতে বিস্ময় প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেন, ‘পাঁচ বছরের শিশুর জন্য কাটার দক্ষতা সত্যিই দারুণ।’ আরেকজন লেখেন, ‘এত ছোট বয়সে ছবিটা এত সুন্দর করে কেটে ফেলেছে।’ আবার কেউ কেউ সন্দেহ প্রকাশ করে বলেন, এতগুলো নোট এত নিখুঁতভাবে একটি শিশু কেটেছে—এটা বিশ্বাস করা কঠিন।
চীনের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী, ক্ষতিগ্রস্ত নোটের বড় অংশ অক্ষত থাকলে সেগুলো বদলে নতুন নোট পাওয়া যায়। তবে পুরো প্রতিকৃতি কেটে ফেলার মতো গুরুতর ক্ষতির ক্ষেত্রে সেই যোগ্যতা পাওয়া জটিল হয়ে পড়ে। ফলে এই ঘটনায় পরিবারটি পুরো অর্থ ফেরত পাবে কি না, তা এখনো অনিশ্চিত।
সূত্র : এনডিটিভি

জনপ্রিয় সংবাদ

নির্বাচন হবে, কোথাও লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই: অর্থ উপদেষ্টা

খেলার ছলে টাকা থেকে সব ছবি কেটে ফেললো শিশু, বাবা-মায়ের মাথায় হাত!

আপডেট সময় ০৯:৫৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

চীনের শানদং প্রদেশের কিংদাও শহরে এক অদ্ভুত ঘটনায় আলোচনার জন্ম দিয়েছে পাঁচ বছর বয়সী এক শিশু। খেলতে খেলতে সে প্রায় ৫০ হাজার ইউয়ান (বাংলাদেশি টাকায় আনুমানিক ৮.৬ লাখ) মূল্যমানের নগদ নোট কেটে নষ্ট করে ফেলেছে। কাঁচি দিয়ে প্রতিটি নোট থেকে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা মাও জেদংয়ের ছবি আলাদা করে কেটে নেয় শিশুটি।
ইনস্টাগ্রামে ‘চায়না ট্রাভেলস’ নামের একটি পোস্টে বলা হয়, বাড়িতে খেলতে থাকা শিশুটি কাগজগুলোর আর্থিক মূল্য সম্পর্কে কিছুই জানত না। সম্ভবত হাতের কাজ বা শিল্পকর্মের উপকরণ ভেবেই সে নোটগুলো কেটে ফেলে।
বাবা বাড়ি ফিরে দেখেন, একসময় অক্ষত থাকা নোটগুলো আর বৈধ মুদ্রা হিসেবে চেনার উপায় নেই। আধুনিক চীনা ইউয়ানের সব নোটে থাকা মাও জেদংয়ের প্রতিকৃতি খুব যত্ন করে কেটে আলাদা করা হয়েছে, আর বাকি অংশগুলো ছেঁড়া কাগজে পরিণত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই অবস্থায় নোটগুলো পুনরায় জোড়া লাগানো বেশ কঠিন।
জানা গেছে, বাবা ওই টাকা ঘরে লুকিয়ে রেখেছিলেন—সম্ভবত সঞ্চয় বা জরুরি তহবিল হিসেবে। কিন্তু এমন কাণ্ড ঘটবে, তা তিনি কল্পনাও করেননি। মেঝে জুড়ে ছড়িয়ে ছিল মুদ্রার অসংখ্য ছোট ছোট টুকরো। পুনরায় জোড়া লাগানোর প্রাথমিক চেষ্টাতেই নোটের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে পরিচিত ছবিটি, পুরোপুরি নষ্ট হয়ে যায়।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ কেউ শিশুটির বয়স অনুযায়ী এত নিখুঁত কাটাকাটিতে বিস্ময় প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেন, ‘পাঁচ বছরের শিশুর জন্য কাটার দক্ষতা সত্যিই দারুণ।’ আরেকজন লেখেন, ‘এত ছোট বয়সে ছবিটা এত সুন্দর করে কেটে ফেলেছে।’ আবার কেউ কেউ সন্দেহ প্রকাশ করে বলেন, এতগুলো নোট এত নিখুঁতভাবে একটি শিশু কেটেছে—এটা বিশ্বাস করা কঠিন।
চীনের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী, ক্ষতিগ্রস্ত নোটের বড় অংশ অক্ষত থাকলে সেগুলো বদলে নতুন নোট পাওয়া যায়। তবে পুরো প্রতিকৃতি কেটে ফেলার মতো গুরুতর ক্ষতির ক্ষেত্রে সেই যোগ্যতা পাওয়া জটিল হয়ে পড়ে। ফলে এই ঘটনায় পরিবারটি পুরো অর্থ ফেরত পাবে কি না, তা এখনো অনিশ্চিত।
সূত্র : এনডিটিভি