ত্রিপোলির এক মোবাইল ফোন ব্যবসায়ী অবশেষে তার অর্ডার করা ফোনগুলোর চালান হাতে পেয়েছেন—প্রায় ১৬ বছর পর। ঘটনাটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র জানায়, ব্যবসায়ীটি ২০১০ সালে এক চালানে বেশ কিছু মোবাইল ফোন অর্ডার করেছিলেন। ফোনগুলো ছিল সেই সময়ের জনপ্রিয় ও আধুনিক বার-টাইপ মডেল, যার মধ্যে ছিল ‘মিউজিক এডিশন’ এবং ‘ফোন ও কমিউনিকেটর’ সিরিজের ডিভাইস। একসময় এসব ফোন প্রযুক্তির দিক থেকে বেশ উন্নত ও দামী হিসেবে বিবেচিত হতো।
তবে ২০১১ সালে লিবিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে পরিস্থিতি পাল্টে যায়। রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে চালানটি লিবিয়ার একটি গুদামেই আটকে পড়ে। প্রেরক ও প্রাপক উভয়ই ত্রিপোলিতে অবস্থান করলেও দীর্ঘদিন ধরে পরিবহন ও সরবরাহ ব্যবস্থা অচল থাকায় ফোনগুলো সরাসরি পৌঁছানো সম্ভব হয়নি।
দীর্ঘ ১৬ বছর গুদামে পড়ে থাকার পর সম্প্রতি চালানটি ব্যবসায়ীর হাতে আসে। বাক্স খুলে পুরনো মডেলের ফোনগুলো দেখার মুহূর্তের একটি ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিওতে হাস্যরসের সঙ্গে তিনি মন্তব্য করেন, “এগুলো কি ফোন, নাকি ঐতিহাসিক নিদর্শন?”


























