ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এমন প্রতিশ্রুতি জামায়াতে ইসলামী দেবে না, যা বাস্তবায়ন সম্ভব নয়: মাহবুব জুবায়ের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৫১৩ বার পড়া হয়েছে

বাস্তবায়ন সম্ভব নয় এমন কোনো প্রতিশ্রুতি বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবে না বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।আজ সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল অ্যাডভোকেসি অ্যালায়েন্স ফর ওয়ার্কার্স রাইট আয়োজিত ন্যাশনাল কনভেনশন অন লেবার মেনিফেস্টো শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শ্রমিক উন্নয়ন বিষয়টি জাতীয় নীতিতে অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা গুরুত্বপূর্ণ। ক্ষমতায় যারা ছিলেন তারা বলেছিলেন, ধারাবাহিকতা থাকলে উন্নয়ন হয়। কিন্তু দেখা গেছে এর বিপরীত। আর তাই দৃঢ় অঙ্গীকার থাকতে হবে। জামায়াতে ইসলামীর এ সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘কার্ড তুলে না দিয়ে কাজ তুলে দিতে চাই আমরা। আমরা এমন কোনো প্রতিশ্রুতি দেব না, যা বাস্তবায়ন সম্ভব নয়।’

সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী শ্রমিকদের অধিকারের কথা জাতীয় অগ্রাধিকারে কখনোই আসেনি। ন্যূনতম মজুরি দূরের কথা, তাদের অধিকারের আন্দোলনকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করে রাষ্ট্র। অথচ মালিক ও সরকার সব সময়ই মিলেমিশে একাকার।

সাইফুল হক বলেন, শ্রমিকের দাবি কোনো দয়া দাক্ষিণ্য নয়, এটা তার অধিকারের কথা। নির্বাচনী ইশতেহার প্রণয়ন এবং জাতীয় নির্বাচনের পরে সংসদে যাওয়া প্রতিটি রাজনৈতিক দলকে যদি জবাবদিহির জায়গায় আনতে পারে সংগঠনগুলো, তাহলেই দেশে শ্রমিক অধিকার সুরক্ষার বিষয়ে কিছুটা উন্নতি আশা করা যায়।

জনপ্রিয় সংবাদ

ইরানের কাছে বিক্ষোভকারীদের মধ্যে অস্ত্র বিতরণের ফুটেজ আছে: আব্বাস আরাঘচি

এমন প্রতিশ্রুতি জামায়াতে ইসলামী দেবে না, যা বাস্তবায়ন সম্ভব নয়: মাহবুব জুবায়ের

আপডেট সময় ০৪:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

বাস্তবায়ন সম্ভব নয় এমন কোনো প্রতিশ্রুতি বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবে না বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।আজ সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল অ্যাডভোকেসি অ্যালায়েন্স ফর ওয়ার্কার্স রাইট আয়োজিত ন্যাশনাল কনভেনশন অন লেবার মেনিফেস্টো শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শ্রমিক উন্নয়ন বিষয়টি জাতীয় নীতিতে অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা গুরুত্বপূর্ণ। ক্ষমতায় যারা ছিলেন তারা বলেছিলেন, ধারাবাহিকতা থাকলে উন্নয়ন হয়। কিন্তু দেখা গেছে এর বিপরীত। আর তাই দৃঢ় অঙ্গীকার থাকতে হবে। জামায়াতে ইসলামীর এ সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘কার্ড তুলে না দিয়ে কাজ তুলে দিতে চাই আমরা। আমরা এমন কোনো প্রতিশ্রুতি দেব না, যা বাস্তবায়ন সম্ভব নয়।’

সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী শ্রমিকদের অধিকারের কথা জাতীয় অগ্রাধিকারে কখনোই আসেনি। ন্যূনতম মজুরি দূরের কথা, তাদের অধিকারের আন্দোলনকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করে রাষ্ট্র। অথচ মালিক ও সরকার সব সময়ই মিলেমিশে একাকার।

সাইফুল হক বলেন, শ্রমিকের দাবি কোনো দয়া দাক্ষিণ্য নয়, এটা তার অধিকারের কথা। নির্বাচনী ইশতেহার প্রণয়ন এবং জাতীয় নির্বাচনের পরে সংসদে যাওয়া প্রতিটি রাজনৈতিক দলকে যদি জবাবদিহির জায়গায় আনতে পারে সংগঠনগুলো, তাহলেই দেশে শ্রমিক অধিকার সুরক্ষার বিষয়ে কিছুটা উন্নতি আশা করা যায়।