ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরান-ইসরায়েল সংঘাতে নিহত প্রায় ৬০০, ওমানে পৌঁছেছে ইরানি সরকারি উড়োজাহাজ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৬৬১ বার পড়া হয়েছে

টানা কয়েক দিনের সংঘাত, হামলা ও পাল্টা হামলায় চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান ও ইসরায়েল। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে প্রাণ হারিয়েছেন প্রায় ৬০০ জন। পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠায় আঞ্চলিক কূটনৈতিক উত্তেজনাও বাড়ছে।

এই প্রেক্ষাপটে ওমানে গিয়ে পৌঁছেছে ইরানি সরকারের দুটি সরকারি ও একটি বেসরকারি উড়োজাহাজ। ফ্লাইট ট্র্যাকিং সাইটগুলোর নজরদারি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বুধবার (১৮ জুন) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যাচাই করা ফ্লাইট-ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ইরান সরকারের রেজিস্ট্রারভুক্ত দুটি বিমান ওমানের রাজধানী মাসকাটে অবতরণ করেছে। এর পাশাপাশি ইরানের বেসরকারি বিমান সংস্থা ‘মেরাজ এয়ারলাইনস’-এর একটি উড়োজাহাজও মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

তবে ইরানি কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই সফরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক সফরসূচি বা উচ্চপর্যায়ের বৈঠকের কথা ঘোষণা করেনি। ফলে এই সফরকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ওমান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার সময়। তাই ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ওমানে ইরানি উড়োজাহাজের এই আগমনকে সম্ভাব্য গোপন কূটনৈতিক তৎপরতা হিসেবে দেখা হচ্ছে।

তবে এ বিষয়ে এখনও পর্যন্ত ইরান, ওমান বা অন্য কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা।

জনপ্রিয় সংবাদ

তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন স্বপন, উকিল খুঁজছেন

ইরান-ইসরায়েল সংঘাতে নিহত প্রায় ৬০০, ওমানে পৌঁছেছে ইরানি সরকারি উড়োজাহাজ

আপডেট সময় ১২:০৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

টানা কয়েক দিনের সংঘাত, হামলা ও পাল্টা হামলায় চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান ও ইসরায়েল। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে প্রাণ হারিয়েছেন প্রায় ৬০০ জন। পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠায় আঞ্চলিক কূটনৈতিক উত্তেজনাও বাড়ছে।

এই প্রেক্ষাপটে ওমানে গিয়ে পৌঁছেছে ইরানি সরকারের দুটি সরকারি ও একটি বেসরকারি উড়োজাহাজ। ফ্লাইট ট্র্যাকিং সাইটগুলোর নজরদারি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বুধবার (১৮ জুন) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যাচাই করা ফ্লাইট-ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ইরান সরকারের রেজিস্ট্রারভুক্ত দুটি বিমান ওমানের রাজধানী মাসকাটে অবতরণ করেছে। এর পাশাপাশি ইরানের বেসরকারি বিমান সংস্থা ‘মেরাজ এয়ারলাইনস’-এর একটি উড়োজাহাজও মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

তবে ইরানি কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই সফরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক সফরসূচি বা উচ্চপর্যায়ের বৈঠকের কথা ঘোষণা করেনি। ফলে এই সফরকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ওমান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার সময়। তাই ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ওমানে ইরানি উড়োজাহাজের এই আগমনকে সম্ভাব্য গোপন কূটনৈতিক তৎপরতা হিসেবে দেখা হচ্ছে।

তবে এ বিষয়ে এখনও পর্যন্ত ইরান, ওমান বা অন্য কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা।