ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে সামরিক শক্তি বৃদ্ধির আহ্বান এরদোয়ানের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:২২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৬২৪ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে দেশের সামরিক শক্তি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার (১৮ জুন) তুরস্কের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন।

এরদোয়ান বলেন, “যে কোনো ধরনের হামলার প্রতিরোধে তুরস্ককে সর্বদা প্রস্তুত থাকতে হবে।” তিনি সাফ জানিয়ে দেন, তুরস্কের ভূখণ্ডে হামলা হলে তার উপযুক্ত জবাব দিতে এক মুহূর্তও দেরি করবে না আঙ্কারা।

নিজের বক্তব্যে তিনি ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান এবং বলেন, “তেলআবিবের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়া ইরানের অধিকার।” এরদোয়ান জানান, তুরস্ক সবসময় শান্তির পক্ষেই অবস্থান নেয়, তবে দেশের সার্বভৌমত্বে আঘাত এলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, “আমাদের সামরিক সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছাতে হবে, যেখানে কেউ তুরস্কের বিরুদ্ধে আক্রমণের চিন্তাও করতে সাহস না পায়।” এরদোয়ান মনে করেন, জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থায় উন্নয়নই এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

আন্তর্জাতিক পর্যায়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এরদোয়ানের এই বক্তব্যকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা।

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে সামরিক শক্তি বৃদ্ধির আহ্বান এরদোয়ানের

আপডেট সময় ০৫:২২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে দেশের সামরিক শক্তি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার (১৮ জুন) তুরস্কের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন।

এরদোয়ান বলেন, “যে কোনো ধরনের হামলার প্রতিরোধে তুরস্ককে সর্বদা প্রস্তুত থাকতে হবে।” তিনি সাফ জানিয়ে দেন, তুরস্কের ভূখণ্ডে হামলা হলে তার উপযুক্ত জবাব দিতে এক মুহূর্তও দেরি করবে না আঙ্কারা।

নিজের বক্তব্যে তিনি ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান এবং বলেন, “তেলআবিবের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়া ইরানের অধিকার।” এরদোয়ান জানান, তুরস্ক সবসময় শান্তির পক্ষেই অবস্থান নেয়, তবে দেশের সার্বভৌমত্বে আঘাত এলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, “আমাদের সামরিক সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছাতে হবে, যেখানে কেউ তুরস্কের বিরুদ্ধে আক্রমণের চিন্তাও করতে সাহস না পায়।” এরদোয়ান মনে করেন, জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থায় উন্নয়নই এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

আন্তর্জাতিক পর্যায়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এরদোয়ানের এই বক্তব্যকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা।