ঢাকা ০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তেহরানে হামলার পাল্টা জবাব: ইসরায়েলে নতুন ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান, সাইরেন বাজছে দেশজুড়ে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৫৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ৫৭০ বার পড়া হয়েছে

ইসরায়েলের বিমান অভিযানের জবাবে এবার সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (২০ জুন) ইরান থেকে ছোড়া একগুচ্ছ মিসাইল ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে নিক্ষেপ করা হয় বলে নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। আল জাজিরা ও স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, হামলার সময় ইসরায়েলের বিভিন্ন শহরে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

ইসরায়েলি সেনাবাহিনী এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানায়, “ইরান থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং প্রতিরোধ চলছে।”

ইরান এই হামলা চালিয়েছে ইসরায়েলের দাবি করা একটি আগের অভিযানের জবাবে। বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে ইসরায়েলি বিমান বাহিনী (IAF) তেহরানসহ বিভিন্ন শহরে অন্তত ১২৫ মিনিটব্যাপী বিমান হামলা চালায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) দাবি করেছে, ওই অভিযানে ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে এবং দেশটির সামরিক বাহিনীর একজন উচ্চপদস্থ কমান্ডার নিহত হয়েছেন।

IDF-এর এক বিবৃতিতে জানানো হয়, অভিযানে ৫০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয় এবং এটি ছিল “সুনির্দিষ্ট এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পরিচালিত সর্বাত্মক আক্রমণ।”

এর আগে গোলান হাইটস এলাকায় ইরানের চালানো ড্রোন হামলা প্রতিহত করার কথা জানায় ইসরায়েলি বাহিনী। একাধিক ড্রোন নিক্ষেপের পর অঞ্চলটিতে সাইরেন বাজানো হয় এবং তাৎক্ষণিক প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, “বৃহস্পতিবার রাতে গোলান হাইটসে শত্রুপক্ষের একটি ড্রোন আটক করা হয়েছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।”

জনপ্রিয় সংবাদ

তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন স্বপন, উকিল খুঁজছেন

তেহরানে হামলার পাল্টা জবাব: ইসরায়েলে নতুন ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান, সাইরেন বাজছে দেশজুড়ে

আপডেট সময় ০৭:৫৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

ইসরায়েলের বিমান অভিযানের জবাবে এবার সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (২০ জুন) ইরান থেকে ছোড়া একগুচ্ছ মিসাইল ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে নিক্ষেপ করা হয় বলে নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। আল জাজিরা ও স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, হামলার সময় ইসরায়েলের বিভিন্ন শহরে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

ইসরায়েলি সেনাবাহিনী এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানায়, “ইরান থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং প্রতিরোধ চলছে।”

ইরান এই হামলা চালিয়েছে ইসরায়েলের দাবি করা একটি আগের অভিযানের জবাবে। বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে ইসরায়েলি বিমান বাহিনী (IAF) তেহরানসহ বিভিন্ন শহরে অন্তত ১২৫ মিনিটব্যাপী বিমান হামলা চালায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) দাবি করেছে, ওই অভিযানে ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে এবং দেশটির সামরিক বাহিনীর একজন উচ্চপদস্থ কমান্ডার নিহত হয়েছেন।

IDF-এর এক বিবৃতিতে জানানো হয়, অভিযানে ৫০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয় এবং এটি ছিল “সুনির্দিষ্ট এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পরিচালিত সর্বাত্মক আক্রমণ।”

এর আগে গোলান হাইটস এলাকায় ইরানের চালানো ড্রোন হামলা প্রতিহত করার কথা জানায় ইসরায়েলি বাহিনী। একাধিক ড্রোন নিক্ষেপের পর অঞ্চলটিতে সাইরেন বাজানো হয় এবং তাৎক্ষণিক প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, “বৃহস্পতিবার রাতে গোলান হাইটসে শত্রুপক্ষের একটি ড্রোন আটক করা হয়েছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।”