ঢাকা ০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে অর্জন ভাস্কর্যে শেখ মুজিবের ছবি মুছে দিলো জুলাই বিপ্লবীরা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে

রংপুর শহরের মডার্ন মোড়ে অবস্থিত মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য ‘অর্জন’-এ থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কালো কালি দিয়ে মুছে দিয়েছে ‘জুলাই বিপ্লবী’ পরিচয়ে আসা একদল যুবক। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দিয়ে কয়েকজন ‘জুলাই বিপ্লবী’ সিটি করপোরেশনের একটি গাড়িতে করে ঘটনাস্থলে হাজির হন। এরপর তারা স্প্রে কালি দিয়ে অর্জন ভাস্কর্যে থাকা বঙ্গবন্ধুর ছবি ঢেকে দেন।

ঘটনাস্থলে উপস্থিত ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ধারী সিয়াম আহমেদ আয়ান বলেন, “আমরা মুক্তিযুদ্ধে বিশ্বাসী, মুজিববাদে নই। রংপুরের মানুষ কখনো বাড়িঘর ভাঙেনি, তারা শান্তিপ্রিয়। মুক্তিযুদ্ধ একক কারও অবদান নয়—সেটি সকলের। অর্জন ভাস্কর্যে শুধুমাত্র শেখ মুজিবের ছবি থাকা অনুচিত, আমরা চাই সেখানে সকল মুক্তিযোদ্ধার ছবি থাকুক।”

সাম্প্রতিক গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “একটি রাজনৈতিক দল অস্ত্র দিয়ে আরেকটির ওপর হামলা চালাচ্ছে, এটা ফ্যাসিবাদ। আমরা এর প্রতিবাদেই প্রতীকীভাবে মুজিবের ছবি ঢেকে দিয়েছি।”

উল্লেখ্য, এর আগে গত ৫ ফেব্রুয়ারি রংপুর শহর ও এর আশপাশে থাকা একাধিক শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একইভাবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ‘অর্জন’ ভাস্কর্যে থাকা মুজিবের ছবিটি জাতীয় পতাকা দিয়ে ঢেকে রাখা হয়।

তাজহাট থানার ওসি শাহ আলম সরদার বলেন, “ঘটনার সময় আমরা পেট্রোলে ছিলাম। পরে গিয়ে দেখি তারা কালি দিয়ে মুছে দিয়েছে। তবে কোনো বিশৃঙ্খলা হয়নি।”

রংপুরের ‘অর্জন’ ভাস্কর্যটি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকলেও এ বিষয়ে প্রশাসনের উচ্চপর্যায়ের কোনো প্রতিক্রিয়া মেলেনি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, “জেলা প্রশাসক ঢাকায়, আমি কিছু বলতে পারছি না।”

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি বা কাউকে আটক করা হয়নি।

জনপ্রিয় সংবাদ

গণসংযোগে নিহত ১৫ মামলার আসামি সরওয়ার বিএনপির কেউ নন: আমীর খসরু

রংপুরে অর্জন ভাস্কর্যে শেখ মুজিবের ছবি মুছে দিলো জুলাই বিপ্লবীরা

আপডেট সময় ১১:০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

রংপুর শহরের মডার্ন মোড়ে অবস্থিত মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য ‘অর্জন’-এ থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কালো কালি দিয়ে মুছে দিয়েছে ‘জুলাই বিপ্লবী’ পরিচয়ে আসা একদল যুবক। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দিয়ে কয়েকজন ‘জুলাই বিপ্লবী’ সিটি করপোরেশনের একটি গাড়িতে করে ঘটনাস্থলে হাজির হন। এরপর তারা স্প্রে কালি দিয়ে অর্জন ভাস্কর্যে থাকা বঙ্গবন্ধুর ছবি ঢেকে দেন।

ঘটনাস্থলে উপস্থিত ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ধারী সিয়াম আহমেদ আয়ান বলেন, “আমরা মুক্তিযুদ্ধে বিশ্বাসী, মুজিববাদে নই। রংপুরের মানুষ কখনো বাড়িঘর ভাঙেনি, তারা শান্তিপ্রিয়। মুক্তিযুদ্ধ একক কারও অবদান নয়—সেটি সকলের। অর্জন ভাস্কর্যে শুধুমাত্র শেখ মুজিবের ছবি থাকা অনুচিত, আমরা চাই সেখানে সকল মুক্তিযোদ্ধার ছবি থাকুক।”

সাম্প্রতিক গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “একটি রাজনৈতিক দল অস্ত্র দিয়ে আরেকটির ওপর হামলা চালাচ্ছে, এটা ফ্যাসিবাদ। আমরা এর প্রতিবাদেই প্রতীকীভাবে মুজিবের ছবি ঢেকে দিয়েছি।”

উল্লেখ্য, এর আগে গত ৫ ফেব্রুয়ারি রংপুর শহর ও এর আশপাশে থাকা একাধিক শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একইভাবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ‘অর্জন’ ভাস্কর্যে থাকা মুজিবের ছবিটি জাতীয় পতাকা দিয়ে ঢেকে রাখা হয়।

তাজহাট থানার ওসি শাহ আলম সরদার বলেন, “ঘটনার সময় আমরা পেট্রোলে ছিলাম। পরে গিয়ে দেখি তারা কালি দিয়ে মুছে দিয়েছে। তবে কোনো বিশৃঙ্খলা হয়নি।”

রংপুরের ‘অর্জন’ ভাস্কর্যটি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকলেও এ বিষয়ে প্রশাসনের উচ্চপর্যায়ের কোনো প্রতিক্রিয়া মেলেনি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, “জেলা প্রশাসক ঢাকায়, আমি কিছু বলতে পারছি না।”

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি বা কাউকে আটক করা হয়নি।