‘জুলাই সনদ’ যদি এই জুলাইয়ের মধ্যেই প্রকাশ না পায়, তবে তার দায় সম্পূর্ণভাবে বর্তাবে সংস্কার কমিশন, ঐক্যমত কমিশন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ওপর—এমনই অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরের পল্লবীতে অনুষ্ঠিত একটি সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই সমাবেশ ও মৌন মিছিলের আয়োজন করা হয় জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের স্মরণে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, “যারা সংস্কার কমিশনে গিয়ে আলোচনার নামে নাটক করছে, সিদ্ধান্ত না নিয়ে চলে যাচ্ছে, তারা সবাই কোনো না কোনোভাবে ক্ষমতাসীনদের সঙ্গে যুক্ত ছিল বা আছে। এই কমিশন যদি বাস্তব সিদ্ধান্ত না দেয়, তবে তা জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে।”
তিনি অভিযোগ করে বলেন, “কিছু দল পিআর পদ্ধতি বা স্থানীয় সরকার নির্বাচনের আগে সংসদ নির্বাচনের কথা বলে আসলে বিভ্রান্তি ছড়াতে চায়। তাদের উদ্দেশ্য অসৎ। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক দায়িত্ব শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা—not স্থানীয় সরকার নির্বাচন।”
তিনি বলেন, “বাংলাদেশে নির্বাচন কমিশনের হাতে কেবল দুটি ম্যান্ডেট—রাষ্ট্রপতি নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন কমিশন করে মাত্র, যদি মন্ত্রণালয় চায়।”
তিনি আরও বলেন, “আজ একটি বিভ্রান্তিমূলক রাজনীতির দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তারা কখনো জনগণের বিরুদ্ধে গেছে, কখনো স্বাধীনতার বিপক্ষে, এখন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে।”
সালাহউদ্দিন ইঙ্গিতে জামায়াত ও ইসলামী আন্দোলনের দিকে ইঙ্গিত করে বলেন, “হাতপাখা যার প্রতীক, তারা ১৬ বছর আওয়ামী লীগকে বাতাস দিয়েছে। আরেক দল যারা সব সময় বিভ্রান্তি ছড়ায়, এবার তারা পিআর ছাড়া নির্বাচন চাইছে।”
বিএনপির এই শীর্ষনেতা স্পষ্ট করে বলেন, “এই দেশ শহীদের রক্তে ভেজা। এখানে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না। যারা নতুন বাক্য সাজিয়ে ক্ষমতার স্বপ্ন দেখছে, তাদের বুঝতে হবে—গণতন্ত্রকে ঘোলা করে যারা ফায়দা নিতে চায়, তাদের জনগণ কখনো ক্ষমা করবে না।”
তিনি আহ্বান জানান, গণতান্ত্রিক শক্তিগুলো যেন বিভাজনে না পড়ে, বরং ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে আরও জোরালো করে তোলে। “এই মুহূর্তে আমাদের লক্ষ্য একটাই—সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। জনগণকে সঙ্গে নিয়ে আমাদের লড়াই চলবে,”—বলে দৃঢ় উচ্চারণ করেন সালাহউদ্দিন আহমদ।