ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রশাসন এখনো স্বৈরাচারের দোসরদের দখলে: চট্টগ্রামে শহীদ পরিবারের সঙ্গে নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৪২:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

রোববার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের স্টেশন রোডের হোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয়ভাবে কাজ করছে। এ কারণে সরকার আন্তরিক হলেও মাঠপর্যায়ে শহীদ পরিবারের জন্য ঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে না।

নাহিদ ইসলাম বলেন, শহীদ পরিবারগুলো যে সম্মান ও মর্যাদা পাওয়ার কথা, তা থেকে তারা বঞ্চিত হচ্ছে। সরকার সদিচ্ছা দেখালেও প্রশাসনের বিভিন্ন স্তরে যারা ফ্যাসিবাদী আদর্শে বিশ্বাস করে, তারাই শহীদ পরিবারগুলোর সম্মান পাওয়ার পথে বাধা সৃষ্টি করছে। এ অবস্থাকে সরাসরি রাষ্ট্রের নৈতিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন তিনি।

শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা শুধু শহীদ পরিবার নন, আমাদেরও পরিবার। আমরা আপনাদের সঙ্গে একই স্বপ্ন দেখেছি, সংগ্রামে ছিলাম একত্রে। আমরা রাজনৈতিক দল করি ঠিকই, কিন্তু শহীদদের কোনো দলের ভিত্তিতে দেখি না। শহীদরা জাতির সম্পদ, তারা দেশের জন্য জীবন দিয়েছেন।”

তিনি আরও জানান, এনসিপির পক্ষ থেকে একটি “শহীদ কল্যাণ-আহত সেল” গঠন করা হয়েছে। যার মাধ্যমে স্থানীয় পর্যায়ে আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, “জুলাইয়ের ঘোষণাপত্র ও জাতীয় সনদ নিয়ে আমরা ৩ আগস্ট ঢাকায় বড় পরিসরে একটি কর্মসূচি আয়োজন করব। সরকারের কাছ থেকে আমাদের দাবি আদায় করেই ছাড়ব।”

জনপ্রিয় সংবাদ

চীনা দূতাবাসে এনসিপি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বিদায়ী সংবর্ধনা

প্রশাসন এখনো স্বৈরাচারের দোসরদের দখলে: চট্টগ্রামে শহীদ পরিবারের সঙ্গে নাহিদ ইসলাম

আপডেট সময় ০৩:৪২:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

রোববার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের স্টেশন রোডের হোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয়ভাবে কাজ করছে। এ কারণে সরকার আন্তরিক হলেও মাঠপর্যায়ে শহীদ পরিবারের জন্য ঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে না।

নাহিদ ইসলাম বলেন, শহীদ পরিবারগুলো যে সম্মান ও মর্যাদা পাওয়ার কথা, তা থেকে তারা বঞ্চিত হচ্ছে। সরকার সদিচ্ছা দেখালেও প্রশাসনের বিভিন্ন স্তরে যারা ফ্যাসিবাদী আদর্শে বিশ্বাস করে, তারাই শহীদ পরিবারগুলোর সম্মান পাওয়ার পথে বাধা সৃষ্টি করছে। এ অবস্থাকে সরাসরি রাষ্ট্রের নৈতিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন তিনি।

শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা শুধু শহীদ পরিবার নন, আমাদেরও পরিবার। আমরা আপনাদের সঙ্গে একই স্বপ্ন দেখেছি, সংগ্রামে ছিলাম একত্রে। আমরা রাজনৈতিক দল করি ঠিকই, কিন্তু শহীদদের কোনো দলের ভিত্তিতে দেখি না। শহীদরা জাতির সম্পদ, তারা দেশের জন্য জীবন দিয়েছেন।”

তিনি আরও জানান, এনসিপির পক্ষ থেকে একটি “শহীদ কল্যাণ-আহত সেল” গঠন করা হয়েছে। যার মাধ্যমে স্থানীয় পর্যায়ে আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, “জুলাইয়ের ঘোষণাপত্র ও জাতীয় সনদ নিয়ে আমরা ৩ আগস্ট ঢাকায় বড় পরিসরে একটি কর্মসূচি আয়োজন করব। সরকারের কাছ থেকে আমাদের দাবি আদায় করেই ছাড়ব।”