বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দেখতে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার খেলার শুরু আগেই তিনি মাঠে পৌঁছেন এবং প্রথম ইনিংস চলাকালেই স্টেডিয়াম ত্যাগ করেন।
এদিন মাঠে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, যিনি নিজ ছেলেকে সঙ্গে নিয়ে গ্যালারিতে খেলা উপভোগ করেন।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরুর আগে দর্শক উপস্থিতি নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও, বাস্তবতা তার উল্টো চিত্রই তুলে ধরেছে। সিরিজের প্রথম ম্যাচে দর্শকদের ব্যাপক সাড়া মিলেছে। দীর্ঘদিন পর ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় মাঠে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বিশেষ করে স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারি, আবু সাইদ স্ট্যান্ড ও ক্লাব হাউজ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে দর্শকদের সমাগমে। সারাদিনের গরম আবহাওয়া উপেক্ষা করে খেলা উপভোগে কোনো কমতি রাখেননি ক্রিকেটপ্রেমীরা।