ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

“যারা নিজের দলের কর্মী সামলাতে পারে না, তারা রাষ্ট্র সামলাবে কীভাবে?”—সিলেটে জামায়াত আমিরের প্রশ্ন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে

“যে দল নিজের নেতাকর্মীদের সামাল দিতে পারে না, তাদের হাতে রাষ্ট্রের দায়িত্ব তুলে দেওয়া যায় না”—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সিলেটে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা আশা করি আগামী বছরের প্রথম ভাগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং হওয়াও উচিত। তবে আমরা স্পষ্ট করে বলে দিয়েছি, যদি প্রয়োজনীয় মৌলিক সংস্কার না হয় এবং পূর্বের মতোই নির্বাচন আয়োজন করা হয়, তাহলে সেই নির্বাচন জাতির জন্য হবে আরেকটি দুঃখ ও বেদনার কারণ।”

জামায়াত আমির আরও বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য কেবল ক্ষমতার জোর নয়, প্রয়োজন যোগ্যতা, নিয়ন্ত্রণ ক্ষমতা এবং সুশাসনের প্রতিশ্রুতি। তিনি ইঙ্গিত করেন, যারা নিজেদের দলে শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ, তাদের দিয়ে রাষ্ট্র পরিচালনায় অবনতি ছাড়া কিছু আসবে না।

এই স্মরণসভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা ২০০১ সালের জুলাই আন্দোলনে নিহতদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আদর্শ অনুসরণের আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

অন্তঃসত্ত্বা মায়ের ঝুলন্ত দেহ, পাশে গলাকাটা শিশু—ফরিদপুরে চাঞ্চল্য

“যারা নিজের দলের কর্মী সামলাতে পারে না, তারা রাষ্ট্র সামলাবে কীভাবে?”—সিলেটে জামায়াত আমিরের প্রশ্ন

আপডেট সময় ১০:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

“যে দল নিজের নেতাকর্মীদের সামাল দিতে পারে না, তাদের হাতে রাষ্ট্রের দায়িত্ব তুলে দেওয়া যায় না”—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সিলেটে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা আশা করি আগামী বছরের প্রথম ভাগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং হওয়াও উচিত। তবে আমরা স্পষ্ট করে বলে দিয়েছি, যদি প্রয়োজনীয় মৌলিক সংস্কার না হয় এবং পূর্বের মতোই নির্বাচন আয়োজন করা হয়, তাহলে সেই নির্বাচন জাতির জন্য হবে আরেকটি দুঃখ ও বেদনার কারণ।”

জামায়াত আমির আরও বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য কেবল ক্ষমতার জোর নয়, প্রয়োজন যোগ্যতা, নিয়ন্ত্রণ ক্ষমতা এবং সুশাসনের প্রতিশ্রুতি। তিনি ইঙ্গিত করেন, যারা নিজেদের দলে শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ, তাদের দিয়ে রাষ্ট্র পরিচালনায় অবনতি ছাড়া কিছু আসবে না।

এই স্মরণসভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা ২০০১ সালের জুলাই আন্দোলনে নিহতদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আদর্শ অনুসরণের আহ্বান জানান।