ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। শনিবার (১৭ মে) এ আবেদন জমা দেন তিনি। আবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে গত ২৭ মার্চের নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং নির্বাচন কমিশন থেকে প্রকাশিত গেজেট।
আবেদনে ইশরাক হোসেন উল্লেখ করেন, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির ডিএসসিসি নির্বাচনে তিনি বিএনপি থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস নানা অনিয়মের মাধ্যমে ভোটারবিহীন কেন্দ্রে ইভিএম দখলে নিয়ে ভোট সম্পন্ন করেন এবং তৎকালীন নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার সহযোগিতায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
গেজেট প্রকাশের পর তিনি নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে গত ২৭ মার্চ ট্রাইব্যুনাল ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার গেজেট বাতিল করে এবং ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেয়। রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে।
এই অবস্থায়, তিনি নিজেকে বৈধভাবে নির্বাচিত মেয়র হিসেবে দাবি করে শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু করতে এলজিআরডি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। এখন দেখার পালা, সরকার কী পদক্ষেপ নেয় এবং কবে তিনি শপথ গ্রহণ করতে পারবেন।