শামীম রায়হান॥
গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু বলেছেন সদ্য জন্মগ্রহণ করা এনসিপি দলকে সরকার পৃষ্ঠপোষকতা করছে।
মাইলস্টোনের ঘটনায় এবং তার পরবর্তী সময়ে একটা স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে নগরীর টাউন হল মাঠে কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা রাষ্ট্র সংস্কার শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন,সচিবালয়ের মতো সুরক্ষিত এবং স্পর্শকাতর জায়গায় সরকারের প্রশাসন এবং সরকার নিরাপত্তা না দিতে পারে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ১৮ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে সেটি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হবে।
এছাড়াও আওয়ামীলীগকে স্থায়ীভাবে রাজনীতিতে নিষিদ্ধ করার দাবীও জানান তিনি।
এছাড়াও তিনি আরো বলেন, সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনের আগে নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে।
আগামী নির্বাচন প্রসঙ্গে ভিপি নূর বলেন, আগামী জাতীয় নির্বাচনে গণঅধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ৩০০ আসনে নির্বাচনে অংশগ্রহণ করবে। এ সময় কুমিল্লা এবং কুমিল্লার বিভিন্ন প্রসঙ্গ টেনে এনে বলেন, নেতা তৈরির পুণ্যভূমি এই কুমিল্লা। ৭১ সাল থেকে শুরু করে অসংখ্য আন্দোলন-সংগ্রামে জাতীয় পর্যায়ের নেতৃত্ব দিয়েছে কুমিল্লা। কুমিল্লার মেঘনায় অবৈধ বালু উত্তোলনের কারণে অসংখ্য মানুষের ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, অথচ প্রশাসন রয়েছে নির্লিপ্ত।
কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফয়েজ উল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মঞ্জুর মোরশেদ মামুনসহ অনেকে।