জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জুলাই মাসের পদযাত্রা শেষে সিলেটের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় দলের মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী বলেছেন, “আমরা বিএনপির বা খালেদা জিয়া, তারেক রহমান কিংবা জিয়াউর রহমানের বিরোধিতা করি না। কিন্তু বাংলাদেশে চাঁদাবাজ, সিন্ডিকেট ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই থাকবে না।”
তিনি বলেন, “সিলেটবাসী প্রবাসে গিয়ে রক্ত ঝরিয়ে দেশের অর্থনীতি সচল রেখেছে। সেই রক্তের মূল্য দিতে হবে।” প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি সরকারের উদ্যোগের প্রশংসা করলেও বলেন, “এখনও আশানুরূপ অগ্রগতি নেই। তাই সরকারের প্রতি আহ্বান জানাই, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।”
সভায় তিনি আরও বলেন, আগামী দিনে যারা এনসিপির সহযোদ্ধা হতে চান, তাদের শর্ত একটাই—বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও সিন্ডিকেটমুক্ত রাজনীতি করতে হবে। জনগণের রাজনীতিই হতে হবে মূল মন্ত্র।