বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আবারও এক–এগারোর মতো অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক অনুষ্ঠানে তিনি এ সতর্কবার্তা দেন।
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘‘এটি একটি অলিক ধারণা। দেশের মানুষ এই পদ্ধতি বোঝে না। একটি মহল চায় না দেশে গণতন্ত্র চলুক। এমনকি শেখ মুজিবও গণতন্ত্র চাননি।’’
তিনি আরও বলেন, ‘‘ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিতে হবে। দেরি হলে ড. মুহাম্মদ ইউনূসের সম্মান ক্ষুণ্ন হতে পারে।’’
বিএনপির মহাসচিব অভিযোগ করেন, ‘‘জুলাই অভ্যুত্থানের স্পিরিট থেকে বাংলাদেশ সরে গেছে। এখন আর জাতীয় ঐক্যের জন্য সংগ্রাম নয়, নিজের অস্তিত্ব রক্ষার লড়াই চলছে।’’
ফখরুল বলেন, তরুণরা এখন চাঁদা তোলার জন্য চিঠি দিচ্ছে, এটা খুবই দুঃখজনক। সংস্কারের কথা বললেও সরকার তা বাস্তবায়নের বদলে পিআরের মতো অলীক বিষয় সামনে এনে জনগণকে বিভ্রান্ত করছে।