জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া থাইল্যান্ড পালানোর চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন। রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার আগে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নুসরাত ফারিয়াকে রাজধানীর ভাটারা থানায় নেওয়া হয় এবং সেখান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান,
“নুসরাত ফারিয়াকে এখনো গ্রেফতার দেখানো হয়নি। তাকে ডিবিতে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়ার নাম রয়েছে। মামলাটি দায়ের করেছিলেন আন্দোলনকারী এনামুল হক। তার অভিযোগ, আন্দোলন দমনে অভিযুক্তদের মধ্যে অর্থ ও সহায়তা দিয়েছেন নুসরাত ফারিয়া।
মামলায় ফারিয়ার বিরুদ্ধে সরাসরি গুলি চালানোর অভিযোগ না থাকলেও, তাকে “অর্থযোগানদাতা” হিসেবে অভিযুক্ত করা হয়েছে। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের ২৮৩ জন কর্মকর্তা ও বহু অজ্ঞাতনামা ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তদন্তের অংশ হিসেবে ফারিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।