ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় গণহত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামী’র “মার্চ ফর গাজা” কর্মসূচি ঘোষণা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজায় চলমান হত্যাযজ্ঞ ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীকাল শুক্রবার  “মার্চ ফর গাজা” শীর্ষক কর্মসূচি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব এ কর্মসূচি ঘোষণা করে জানায়, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গড়ে তুলতে এবং নিরীহ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতেই এ আয়োজন।

জামায়াত জানায়, রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও মহানগরে একই শিরোনামে সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এতে সাধারণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

দলটির পক্ষ থেকে আরও বলা হয়, “ফিলিস্তিনিদের রক্ত ঝরছে, শিশু-মহিলারা নির্বিচারে নিহত হচ্ছে। মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতাকে এখনই ঐক্যবদ্ধ হয়ে গাজার পাশে দাঁড়াতে হবে।”

পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালনের চেষ্টা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও অনুমতির বিষয়ে কিছু জানানো হয়নি।

জনপ্রিয় সংবাদ

ডাকসু নির্বাচনে শিবিরের জয়ে অভিনন্দন জানিয়ে পোস্ট, পরে সরাল পাকিস্তান জামায়াত

গাজায় গণহত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামী’র “মার্চ ফর গাজা” কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ০১:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

ফিলিস্তিনের গাজায় চলমান হত্যাযজ্ঞ ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীকাল শুক্রবার  “মার্চ ফর গাজা” শীর্ষক কর্মসূচি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব এ কর্মসূচি ঘোষণা করে জানায়, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গড়ে তুলতে এবং নিরীহ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতেই এ আয়োজন।

জামায়াত জানায়, রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও মহানগরে একই শিরোনামে সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এতে সাধারণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

দলটির পক্ষ থেকে আরও বলা হয়, “ফিলিস্তিনিদের রক্ত ঝরছে, শিশু-মহিলারা নির্বিচারে নিহত হচ্ছে। মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতাকে এখনই ঐক্যবদ্ধ হয়ে গাজার পাশে দাঁড়াতে হবে।”

পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালনের চেষ্টা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও অনুমতির বিষয়ে কিছু জানানো হয়নি।