ফিলিস্তিনের গাজায় চলমান হত্যাযজ্ঞ ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীকাল শুক্রবার “মার্চ ফর গাজা” শীর্ষক কর্মসূচি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব এ কর্মসূচি ঘোষণা করে জানায়, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গড়ে তুলতে এবং নিরীহ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতেই এ আয়োজন।
জামায়াত জানায়, রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও মহানগরে একই শিরোনামে সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এতে সাধারণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
দলটির পক্ষ থেকে আরও বলা হয়, “ফিলিস্তিনিদের রক্ত ঝরছে, শিশু-মহিলারা নির্বিচারে নিহত হচ্ছে। মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতাকে এখনই ঐক্যবদ্ধ হয়ে গাজার পাশে দাঁড়াতে হবে।”
পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালনের চেষ্টা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও অনুমতির বিষয়ে কিছু জানানো হয়নি।