ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মোদি অভিযোগ: বিরোধী জোটের মঞ্চে মাকে নিয়ে অশালীন মন্তব্য

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:২৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছেন, বিহারে কংগ্রেস-আরজেডি জোটের প্রচারণা মঞ্চ থেকে তার প্রয়াত মা’কে উদ্দেশ্য করে গালিগালাজ করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় ২০ লাখ নারীকে সম্বোধন করে তিনি এ অভিযোগ তোলেন।

মোদি বলেন, এসব মন্তব্য শুধু তার মায়ের নয়, ভারতের প্রতিটি মা ও বোনের প্রতি অপমান। তিনি স্মৃতিচারণ করে জানান, তার মা হিরাবেন মোদি দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে সন্তানদের মানুষ করেছেন। ১০০ বছর পূর্ণ করার পর তিনি মারা যান, অথচ জীবদ্দশায় রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। তবুও রাজনৈতিক আক্রমণের শিকার হতে হয়েছে তাকে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মোদি বলেন, কংগ্রেস-আরজেডি মঞ্চে দেওয়া অপবাদ কোটি কোটি মা-বোনকে অবমাননার শামিল। তার ভাষ্য, “রাজপরিবারে জন্ম নেয়া রাজকুমাররা সুবিধাবঞ্চিত মায়ের কষ্ট ও তার ছেলের সংগ্রাম বুঝতে পারবেন না। তারা সোনা-রূপার চামচ মুখে জন্মেছে।”

সূত্র: এনডিটিভি

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে ১৯ সেনা নিহত হওয়ার পর কঠোর হুঁশিয়ারি দিলেন শাহবাজ শরিফ

মোদি অভিযোগ: বিরোধী জোটের মঞ্চে মাকে নিয়ে অশালীন মন্তব্য

আপডেট সময় ০৭:২৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছেন, বিহারে কংগ্রেস-আরজেডি জোটের প্রচারণা মঞ্চ থেকে তার প্রয়াত মা’কে উদ্দেশ্য করে গালিগালাজ করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় ২০ লাখ নারীকে সম্বোধন করে তিনি এ অভিযোগ তোলেন।

মোদি বলেন, এসব মন্তব্য শুধু তার মায়ের নয়, ভারতের প্রতিটি মা ও বোনের প্রতি অপমান। তিনি স্মৃতিচারণ করে জানান, তার মা হিরাবেন মোদি দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে সন্তানদের মানুষ করেছেন। ১০০ বছর পূর্ণ করার পর তিনি মারা যান, অথচ জীবদ্দশায় রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। তবুও রাজনৈতিক আক্রমণের শিকার হতে হয়েছে তাকে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মোদি বলেন, কংগ্রেস-আরজেডি মঞ্চে দেওয়া অপবাদ কোটি কোটি মা-বোনকে অবমাননার শামিল। তার ভাষ্য, “রাজপরিবারে জন্ম নেয়া রাজকুমাররা সুবিধাবঞ্চিত মায়ের কষ্ট ও তার ছেলের সংগ্রাম বুঝতে পারবেন না। তারা সোনা-রূপার চামচ মুখে জন্মেছে।”

সূত্র: এনডিটিভি