পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটার সারিয়াব রোডে বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) সমাবেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিস্ফোরণে ৩৮ জন আহত হয়েছেন, যার মধ্যে আটজন বর্তমানে ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামের কাছে একটি ব্যস্ত এলাকায় বিস্ফোরণ ঘটে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, অত্যন্ত ‘কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে’ হামলাকারী সমাবেশস্থলে পৌঁছাতে পারেনি।
ঘটনাটি তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।