ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাবির নারী শিক্ষার্থী অবমাননা: ছাত্রদল নেতা মিলনের বিরুদ্ধে মামলা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:১৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৩৪ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই-৩৬ হলের ৯১ জন নারী শিক্ষার্থীকে ‘বিনা পারিশ্রমিক যৌনকর্মী’ বলে মন্তব্য করার ঘটনায় শাখা ছাত্রদলের শাহ মখ্দুম হলের সহ-সভাপতি আনিছুর রহমান মিলনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বাদী হয়ে রাজশাহীর মতিহার থানায় এ মামলা করেন। অভিযুক্ত মিলন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং তার বাড়ি সিরাজগঞ্জে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে রাবি শাখা ছাত্রদল তাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২ সেপ্টেম্বর রাতে জুলাই-৩৬ হলের প্রভোস্ট কর্তৃক ৯১ জন শিক্ষার্থীকে ডেকে পাঠানোর ঘটনার প্রতিবাদ জানিয়ে ছাত্রদল নেত্রী জান্নাতুল নাঈম তুহিনা তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। ওই পোস্টে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অভিযুক্ত মিলন অশালীন, নারী অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

তদন্ত কমিটির সদস্যরা মিলনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোনো জবাব না দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেন। এতে প্রমাণিত হয়, তিনি ইচ্ছাকৃতভাবেই মন্তব্যটি করেছেন।

এজাহারে আরও বলা হয়, তার এ বক্তব্যে শুধু নারী নেত্রীকেই মানসিকভাবে আঘাত করা হয়নি, বরং ছাত্রদলের সুনামকেও ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রাবির নারী শিক্ষার্থী অবমাননা: ছাত্রদল নেতা মিলনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৬:১৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই-৩৬ হলের ৯১ জন নারী শিক্ষার্থীকে ‘বিনা পারিশ্রমিক যৌনকর্মী’ বলে মন্তব্য করার ঘটনায় শাখা ছাত্রদলের শাহ মখ্দুম হলের সহ-সভাপতি আনিছুর রহমান মিলনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বাদী হয়ে রাজশাহীর মতিহার থানায় এ মামলা করেন। অভিযুক্ত মিলন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং তার বাড়ি সিরাজগঞ্জে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে রাবি শাখা ছাত্রদল তাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২ সেপ্টেম্বর রাতে জুলাই-৩৬ হলের প্রভোস্ট কর্তৃক ৯১ জন শিক্ষার্থীকে ডেকে পাঠানোর ঘটনার প্রতিবাদ জানিয়ে ছাত্রদল নেত্রী জান্নাতুল নাঈম তুহিনা তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। ওই পোস্টে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অভিযুক্ত মিলন অশালীন, নারী অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

তদন্ত কমিটির সদস্যরা মিলনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোনো জবাব না দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেন। এতে প্রমাণিত হয়, তিনি ইচ্ছাকৃতভাবেই মন্তব্যটি করেছেন।

এজাহারে আরও বলা হয়, তার এ বক্তব্যে শুধু নারী নেত্রীকেই মানসিকভাবে আঘাত করা হয়নি, বরং ছাত্রদলের সুনামকেও ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।