বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখনই চাইবেন দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, এখন পর্যন্ত লন্ডনের বাংলাদেশ মিশনে তারেক রহমান পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের জন্য কোনো আবেদন করেননি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা জানান, তারেক রহমান আবেদন করলে পাসপোর্টের বিষয়ে যথাযথ উদ্যোগ নেবে সরকার। তবে নিজ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়ার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।
তৌহিদ হোসেন আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ দেখিয়েছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্র ও উন্নয়ন সহযোগীদের অবস্থান সম্পর্কে এখনই মন্তব্য করা অনুমাননির্ভর হবে বলে জানান তিনি।
এছাড়া তিনি জানান, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে একবারই চিঠি দেওয়া হয়েছে। নতুন করে চিঠি পাঠানো হলে তা জানানো হবে।