রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেছেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী তিনটিও সিট পাবে না। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাঘাতে অনুষ্ঠিত আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আবু সাঈদ চাঁদ বলেন, “সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতৃত্বের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস রাখতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। আজকের সমাবেশ প্রকাশ করে, বাঘা বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।”
জামায়াতের উদ্দেশে তিনি বলেন, “বিএনপির সঙ্গে ছিলেন বলে আমার নেত্রী খালেদা জিয়া আপনাদের ২২টি সিট উপহার দিয়েছিলেন। আজকে যে চক্রান্ত করছেন, তা কোনো কাজে আসবে না। আপনাদের আবারও ডিমোশন হয়েছে; আগামীতে আপনারা ৩টি সিটও পাবেন না।”