রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ-মখদুম হল শাখা ছাত্রদলের সহসভাপতি আনিসুর রহমান মিলন কর্তৃক জুলাই-৩৬ হলের ছাত্রীদের প্রতি আপত্তিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম বলেন, গত ১ সেপ্টেম্বর রাত ১১টার পর জুলাই-৩৬ হলে প্রবেশ করা ৯১ জন শিক্ষার্থীকে প্রশাসন নোটিশ দেয়ার পর আনিসুর রহমান মিলন সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ আখ্যা দিয়ে শেমিং করেছেন। তারা উল্লেখ করেন, এই ধরনের মন্তব্য শুধুমাত্র সংশ্লিষ্ট শিক্ষার্থী বা বিশ্ববিদ্যালয়ের জন্যই নয়, দেশের সমগ্র নারী সমাজের জন্যও অগ্রহণযোগ্য।
নেতৃবৃন্দ আরও বলেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ছাত্রদলের নেতারা নিয়মিতভাবে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও যৌন ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহার করে আসছেন। উদাহরণ হিসেবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান নিপ্পন এবং চবির ছাত্রদলের নেতাদের নাম উল্লেখ করেন।
বিবৃতিতে বলা হয়, ছাত্রদলের নারীবিদ্বেষী কর্মকাণ্ড নতুন নয়। ২০০২ সালে বুয়েটের সাবেকুন্নাহার সনিকে হত্যা, ঢাবির শামসুন্নাহার ও রোকেয়া হলে শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রায় ৪৪টি ধর্ষণের ঘটনা ছাত্রদলের সংশ্লিষ্টতার খবর প্রকাশিত হয়েছে।
শিবিরের নেতারা দাবি করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পাশাপাশি ছাত্রদলকে নারীবিদ্বেষী কর্মকাণ্ড পরিহার করে শিক্ষার্থীবান্ধব ও নারীর নিরাপত্তা নিশ্চিত করার সাংগঠনিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।