ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামী নির্বাচনে যাবে, পিআরের দাবি পূরণ হলে: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৩৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, তবে প্রজাতন্ত্র ভোট (পিআর) পদ্ধতির দাবি পূরণ হলে। তিনি বলেন, “আমাদের দাবি মানতে হবে, তারপরে আমরা নির্বাচনে যাব। সবাইকে বাদ দিয়ে যদি কেউ একাই নির্বাচন করতে চান, দেশের মানুষ সেটা হতে দেবে না।”

বৃহস্পতিবার বিকেলে এগ্রিকালচারিস্টস্ ফোরাম অব বাংলাদেশের (এএফবি) উদ্যোগে ‘জুলাই সনদের আইনি ভিত্তি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারটি ফার্মগেট, ঢাকা-স্থাপিত বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের থ্রিডি হলে অনুষ্ঠিত হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “বহুকষ্টের বিনিময়ে আমরা দেশ সংস্কারে সুযোগ পেয়েছি। কোন দলীয় সরকার আসলে এই সুযোগ আর পাওয়া যাবে না। পিআর হলে কালো টাকা হবেনা, পেশিশক্তি দেখানো যাবে না এবং সব দলের পার্লামেন্ট হবে।”

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, “যেসব দল বেশি ভোটার ও রাজনৈতিক প্রতিনিধিত্বশীল, তাদের কথা না শুনে পিআর পদ্ধতি না দেওয়া হবে কেন?” তিনি জোর দেন, গণভোটে যদি জনগণ পিআর চায়, সকল দলকে তা মানতে হবে।

সেমিনারে অংশ নেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির। তিনি বলেন, “সশস্ত্র বাহিনীকে ছাত্রদল, ভিপি নূরকে মারতে দেখছি; আওয়ামী লীগ-ছাত্রলীগের কাউকে আটক করতে দেখিনি। প্রতিরক্ষা বাহিনীতে কোনো পরিবর্তন হয়নি।”

জনপ্রিয় সংবাদ

জামায়াতে ইসলামী নির্বাচনে যাবে, পিআরের দাবি পূরণ হলে: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

আপডেট সময় ১০:৩৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, তবে প্রজাতন্ত্র ভোট (পিআর) পদ্ধতির দাবি পূরণ হলে। তিনি বলেন, “আমাদের দাবি মানতে হবে, তারপরে আমরা নির্বাচনে যাব। সবাইকে বাদ দিয়ে যদি কেউ একাই নির্বাচন করতে চান, দেশের মানুষ সেটা হতে দেবে না।”

বৃহস্পতিবার বিকেলে এগ্রিকালচারিস্টস্ ফোরাম অব বাংলাদেশের (এএফবি) উদ্যোগে ‘জুলাই সনদের আইনি ভিত্তি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারটি ফার্মগেট, ঢাকা-স্থাপিত বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের থ্রিডি হলে অনুষ্ঠিত হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “বহুকষ্টের বিনিময়ে আমরা দেশ সংস্কারে সুযোগ পেয়েছি। কোন দলীয় সরকার আসলে এই সুযোগ আর পাওয়া যাবে না। পিআর হলে কালো টাকা হবেনা, পেশিশক্তি দেখানো যাবে না এবং সব দলের পার্লামেন্ট হবে।”

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, “যেসব দল বেশি ভোটার ও রাজনৈতিক প্রতিনিধিত্বশীল, তাদের কথা না শুনে পিআর পদ্ধতি না দেওয়া হবে কেন?” তিনি জোর দেন, গণভোটে যদি জনগণ পিআর চায়, সকল দলকে তা মানতে হবে।

সেমিনারে অংশ নেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির। তিনি বলেন, “সশস্ত্র বাহিনীকে ছাত্রদল, ভিপি নূরকে মারতে দেখছি; আওয়ামী লীগ-ছাত্রলীগের কাউকে আটক করতে দেখিনি। প্রতিরক্ষা বাহিনীতে কোনো পরিবর্তন হয়নি।”