ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাথায় ব্যান্ডেজ নিয়ে জনসম্মুখে এলেন জো বাইডেন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৩৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৭৮ বার পড়া হয়েছে

মাথায় ব্যান্ডেজ নিয়েই দীর্ঘদিন পর জনসম্মুখে এলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার (৬ সেপ্টেম্বর) আমেরিকার ডেলাওয়ার রাজ্যের এক গির্জায় তাকে দেখা গেছে, যেখানে তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন। ৮২ বছর বয়সি এই প্রবীণ নেতার মাথায় ব্যান্ডেজ দেখা যাওয়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

কিছুদিন আগে তার মুখপাত্র জানিয়েছেন, বাইডেন সম্প্রতি ক্যান্সার কোষ অপসারণের জন্য মোহস সার্জারি করেছেন। এটি একটি ধাপে ধাপে ত্বক কেটে ক্যান্সার পুরোপুরি অপসারণের পদ্ধতি। সম্প্রতি তার মাথার ডান পাশে একটি ক্ষতও লক্ষ্য করা গেছে।

এর আগে ২০২৩ সালে তার বুকের ত্বকে ক্যান্সারের ক্ষত সারানো হয়েছিল। প্রেসিডেন্ট হওয়ার আগে ও চলতি বছরের জানুয়ারি পর্যন্ত তিনি নিয়মিত চিকিৎসা এবং ত্বকের ক্যান্সার অপসারণে নানা চিকিৎসা নিয়েছিলেন। এরপর থেকে বাইডেন খুব কমই জনসম্মুখে এসেছেন এবং জনসভায় অংশ নিচ্ছেন না।

উল্লেখ্য, বাইডেন দম্পতি দীর্ঘদিন ধরে ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা ও চিকিৎসা প্রচারণায় সক্রিয়ভাবে কাজ করে আসছেন।

জনপ্রিয় সংবাদ

এক টাকায় গরুর মাংস পেল ১’শ পরিবার

মাথায় ব্যান্ডেজ নিয়ে জনসম্মুখে এলেন জো বাইডেন

আপডেট সময় ০৭:৩৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

মাথায় ব্যান্ডেজ নিয়েই দীর্ঘদিন পর জনসম্মুখে এলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার (৬ সেপ্টেম্বর) আমেরিকার ডেলাওয়ার রাজ্যের এক গির্জায় তাকে দেখা গেছে, যেখানে তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন। ৮২ বছর বয়সি এই প্রবীণ নেতার মাথায় ব্যান্ডেজ দেখা যাওয়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

কিছুদিন আগে তার মুখপাত্র জানিয়েছেন, বাইডেন সম্প্রতি ক্যান্সার কোষ অপসারণের জন্য মোহস সার্জারি করেছেন। এটি একটি ধাপে ধাপে ত্বক কেটে ক্যান্সার পুরোপুরি অপসারণের পদ্ধতি। সম্প্রতি তার মাথার ডান পাশে একটি ক্ষতও লক্ষ্য করা গেছে।

এর আগে ২০২৩ সালে তার বুকের ত্বকে ক্যান্সারের ক্ষত সারানো হয়েছিল। প্রেসিডেন্ট হওয়ার আগে ও চলতি বছরের জানুয়ারি পর্যন্ত তিনি নিয়মিত চিকিৎসা এবং ত্বকের ক্যান্সার অপসারণে নানা চিকিৎসা নিয়েছিলেন। এরপর থেকে বাইডেন খুব কমই জনসম্মুখে এসেছেন এবং জনসভায় অংশ নিচ্ছেন না।

উল্লেখ্য, বাইডেন দম্পতি দীর্ঘদিন ধরে ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা ও চিকিৎসা প্রচারণায় সক্রিয়ভাবে কাজ করে আসছেন।