চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইসলামী ছাত্রশিবিরের দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলার জয়কালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন (২৫) এবং আনোয়ারা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মিসকাতুল ইসলাম (২৪)।
হামলার ঘটনায় আহত মিসকাতুল ইসলাম বাদী হয়ে কলেজ ছাত্রদলের কর্মী তারেক জিয়া (২৫), মোহাম্মদ শাওন (২২), মোহাম্মদ মাহিন (২৩), মো. সিফাত (২২) ও মো. জাবেদ (২২)-এর নাম উল্লেখসহ আরও ১০–১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দুপুরে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন ও নেতা জুয়েল ডেকেছে বলে কয়েকজন যুবক ছাত্রশিবিরের দুই নেতাকে জোরপূর্বক আটকায়। এক পর্যায়ে তাদের মারধর করে টেনেহিঁচড়ে আনোয়ারা কলেজ ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
আহত মিসকাতুল ইসলাম বলেন, “আমরা এক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে নিয়ে কলেজে গিয়েছিলাম। ভর্তি শেষ করে জয়কালী বাজার এলাকায় আসলে কয়েকজন নিজেদের ছাত্রদল পরিচয়ে আমাদের যেতে বলে। আমরা অস্বীকৃতি জানালে তারা হামলা চালায়। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কলেজ ছাত্রদল সভাপতি বোরহান উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “এ রকম কোনো ঘটনা ঘটেনি। কলেজে ভর্তি কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলাম। বাইরে কোনো ঘটনার বিষয়ে অবগত নই।”
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।”