ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগের সব ভোট বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের শোকসভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, “আমাদের ডাকসু নির্বাচনে বিএনপি হেরে গেছে বলা যায়, কিন্তু জামায়াতের এত ভোট কিভাবে এসেছে, আমি হিসাব মিলাতে পারছি না। আমি কারচুপির কথা বলছি না, তবে দেশে গভীর ষড়যন্ত্রের আভাস দেখছি।” তিনি অভিযোগ করেন, বিভিন্ন দল একত্রিত হলেও তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট জামায়াত নিয়েছে।
তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, দেশের ভিতরে ও বাইরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এবং বিএনপির সঙ্গে আওয়ামী লীগ ও জামায়াত মিলে অপকর্ম করছে। মির্জা আব্বাস আরও বলেন, বিএনপিতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা দখলদারের জায়গা থাকবে না।
ডাকসু নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ২০০৮ সালের মতো এবারও ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং ছাত্রলীগের ভোট স্থানান্তর হয়েছে। তবে তিনি নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বলেন, আশা করি এই কমিটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে।