ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণের ঘোষণা ছাত্রদল সভাপতি গণেশের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৫১৪ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেছেন, সবার আলোচনা ও সমালোচনাকে তিনি ইতিবাচকভাবে গ্রহণ করছেন এবং সে অনুযায়ী ভবিষ্যৎ পথচলা নির্ধারণ করবেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এর আগের দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে প্রকাশ্যে ধমকের সুরে কথা বলেন গণেশ, যা নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা তৈরি হয়।

ফেসবুক পোস্টে গণেশ লেখেন, ব্যক্তিগতভাবে তিনি সবসময় সতর্ক, সৎ ও মার্জিতভাবে মত প্রকাশের চেষ্টা করেন। তবে পরিস্থিতি অনুযায়ী প্রতিবাদে সরব হওয়া ছাড়া বিকল্প থাকে না বলেও উল্লেখ করেন তিনি। গণেশ আরও লিখেছেন, “দুর্জন যে বিদ্বান হলেও পরিত্যাজ্য—এ সত্য যুগে যুগে প্রমাণিত হয়েছে।”

দিনশেষে প্রতিবাদের ভাষা নিয়ে মতভেদ থাকতে পারে স্বীকার করে তিনি বলেন, “তবুও সবার আলোচনা-সমালোচনাকে আমি ইতিবাচকভাবে গ্রহণ করছি এবং সে অনুযায়ী নিজের ভবিষ্যৎ পথ চলতে চেষ্টা করবো।”

তিনি শেষ করেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে।

জনপ্রিয় সংবাদ

ডাকসু নির্বাচনে শিবিরের জয়ে অভিনন্দন জানিয়ে পোস্ট, পরে সরাল পাকিস্তান জামায়াত

সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণের ঘোষণা ছাত্রদল সভাপতি গণেশের

আপডেট সময় ১১:৫০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেছেন, সবার আলোচনা ও সমালোচনাকে তিনি ইতিবাচকভাবে গ্রহণ করছেন এবং সে অনুযায়ী ভবিষ্যৎ পথচলা নির্ধারণ করবেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এর আগের দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে প্রকাশ্যে ধমকের সুরে কথা বলেন গণেশ, যা নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা তৈরি হয়।

ফেসবুক পোস্টে গণেশ লেখেন, ব্যক্তিগতভাবে তিনি সবসময় সতর্ক, সৎ ও মার্জিতভাবে মত প্রকাশের চেষ্টা করেন। তবে পরিস্থিতি অনুযায়ী প্রতিবাদে সরব হওয়া ছাড়া বিকল্প থাকে না বলেও উল্লেখ করেন তিনি। গণেশ আরও লিখেছেন, “দুর্জন যে বিদ্বান হলেও পরিত্যাজ্য—এ সত্য যুগে যুগে প্রমাণিত হয়েছে।”

দিনশেষে প্রতিবাদের ভাষা নিয়ে মতভেদ থাকতে পারে স্বীকার করে তিনি বলেন, “তবুও সবার আলোচনা-সমালোচনাকে আমি ইতিবাচকভাবে গ্রহণ করছি এবং সে অনুযায়ী নিজের ভবিষ্যৎ পথ চলতে চেষ্টা করবো।”

তিনি শেষ করেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে।