দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
সকালের শুরু থেকেই ভোটার ও প্রার্থীরা নির্ধারিত ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করছেন। নির্বাচনের আগে থেকেই প্রার্থী ও শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।
একই সঙ্গে আজ বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের সংসদ নির্বাচনের ভোটগ্রহণও অনুষ্ঠিত হচ্ছে।