ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জাকসু ভোট শেষ, গণনা শুরু হয়নি: সময় এখনও অনিশ্চিত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫১৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হলেও এখনও ভোট গণনা শুরু হয়নি। কখন গণনা শুরু হবে তা জানানো হয়নি।

জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভোটগ্রহণ বিকেল ৫টায় শেষ হওয়ার কথা থাকলেও অনেক কেন্দ্রে সময়ের পরও ভোট চলেছে। কিছুক্ষণ আগে এক হলের ব্যালেট বাক্স এসেছে। এজন্য আমরা ৭টায় গণনা শুরু করতে পারিনি। কখন শুরু হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। পরবর্তীতে জানানো হবে।”

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে নির্বাচনে বিভিন্ন অভিযোগের কারণে ছাত্রদলসহ চারটি প্যানেল ও পাঁচ স্বতন্ত্র প্রার্থী ভোটবর্জন করেছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, সকল কেন্দ্রে ব্যালেটের সঠিক সংরক্ষণ ও স্বচ্ছতার নিশ্চয়তা দিয়ে গণনা শুরু করা হবে।

জনপ্রিয় সংবাদ

জাকসু ভোট শেষ, গণনা শুরু হয়নি: সময় এখনও অনিশ্চিত

আপডেট সময় ০৯:৫৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হলেও এখনও ভোট গণনা শুরু হয়নি। কখন গণনা শুরু হবে তা জানানো হয়নি।

জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভোটগ্রহণ বিকেল ৫টায় শেষ হওয়ার কথা থাকলেও অনেক কেন্দ্রে সময়ের পরও ভোট চলেছে। কিছুক্ষণ আগে এক হলের ব্যালেট বাক্স এসেছে। এজন্য আমরা ৭টায় গণনা শুরু করতে পারিনি। কখন শুরু হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। পরবর্তীতে জানানো হবে।”

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে নির্বাচনে বিভিন্ন অভিযোগের কারণে ছাত্রদলসহ চারটি প্যানেল ও পাঁচ স্বতন্ত্র প্রার্থী ভোটবর্জন করেছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, সকল কেন্দ্রে ব্যালেটের সঠিক সংরক্ষণ ও স্বচ্ছতার নিশ্চয়তা দিয়ে গণনা শুরু করা হবে।