জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ও বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক নজরুল ইসলাম বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সাংবাদিকদের জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) নির্বাচনে রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছিলেন যে ভোটের ১০ শতাংশ আলাদা করে রাখা হোক।
অধ্যাপক নজরুল বলেন, “প্রো-ভিসি জামায়াতপন্থী। ২০১৪ পর্যন্ত তিনি জামায়াতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। পরে কিছুদিনের জন্য আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। এরপর গত এপ্রিল থেকে বিএনপির ছবি পোস্ট করা শুরু করেন। রাজনৈতিকভাবে এ ধরনের চরিত্রহীন ব্যক্তিকে জাকসু নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া দায়িত্বহীনতা।”
তিনি আরও অভিযোগ করেন, প্রো-ভাইস চ্যান্সেলর নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন, বরং ভিজিটর হিসেবে আসার কথা থাকলেও অতিরিক্ত ১০ শতাংশ ব্যালেট পেপার দেওয়ার ঘটনা ঘটেছে। এ কারণে কিছু প্যানেল ও প্রার্থী ভোটবর্জন করেছেন। অধ্যাপক নজরুল ইসলাম উল্লেখ করেছেন, “জাতিকে তাদের জবাবদিহি থাকবে।”